ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচের দায়িত্ব নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভরত অরুণ। এক বিবৃতিতে অরুণের কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার কোচ হিসাবে চুক্তিবদ্ধ হওয়ার আগে ভারত জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ভরত অরুণ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহদের কোচ ছিলেন তিনি।
বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর অধীনে থাকা পুরো কোচিং প্যানেল পদত্যাগ করে। সেই প্যানেলে ছিলেন ভরত অরুণও। ২০১২ যুব বিশ্বকাপে ভারতের যুবাদের নিয়েও কাজ করেছেন অরুণ।
এছাড়া ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমীতেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। আইপিএলে কলকাতার সাথে কাজ করতে পারবেন জেনে দারুণ উচ্ছ্বাসিত বর্ষীয়ান এই কোচ।
তিনি বলেন, ‘আমি দারুণ উচ্ছ্বাসিত যে, কলকাতা নাইট রাইডার্সের মতো সফল একটি ফ্রাঞ্চাইজির সাথে কাজ করতে যাচ্ছি। আইপিএল এবং অন্য টি-টোয়েন্টি লিগে নাইট রাইডার্স শুধু সফলই নয়, তাদের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে।’
নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে আছেন কিউই কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালাম। ভরত অরুণকে বোলিং কোচ হিসাবে পেয়ে খুশি তিনিও।
ম্যাককালাম বলেন, ‘কেকেআরের কোচিং স্টাফে ভরত অরুণকে স্বাগতম। আন্তর্জাতিক অঙ্গনে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমি নিশ্চিত যে, অরুণের অন্তর্ভুক্তি বর্তমান কোচিং প্যানেলকে পরিপূর্ণতা দিবে। দলের বোলারদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’
ভারতের হয়ে ২টি টেস্ট এবং ৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিলনাড়ু থেকে উঠে আসা সাবেক এই ফাস্ট বোলার। ৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৫টি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]