২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২২
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

করোনার কারণে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে বাতিল হওয়া সিরিজ খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফর করবে দেশ দুটির ক্রিকেট দল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েম স্মিথ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার কারণে গত বছরের ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ বাতিল হয়েছিল। একই কারণে ২০২০ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও স্থগিত করা হয়। এখন বাতিল হওয়া ওই দু’টি সিরিজ ২০২৩ সালে ঘরের মাঠে আয়োজন করবে সিএসএ।

২০২৩ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ২০২২-২৩ সালে শীতকালীন মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা। আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অনুযায়ী, এ বছর ব্যস্ত সূচি থাকার কারণে আগামী বছর সিরিজগুলো হবে।

স্মিথ বলেছেন, ‘আগামী বছর (২০২৩) ফেব্রুয়ারি-মার্চে আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলবো। এরপর আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবো (২০২১ সালে টেস্ট সিরিজটি বাতিল হয়েছিল)। দ্রুতই ওই দু’টি সিরিজের সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।’

করোনার কারণে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওই দু’টি সিরিজ বাতিল হওয়ায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছিল সিএসএ। এবার সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্য সিএসএ’র। যদিও সিরিজ দুটি মাঠে গড়াতে এখনো বছর খানিক সময় বাকি রয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারলো ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারলো ভারত

দক্ষিণ আফ্রিকায় বিতর্কিত রিভিউয়ে ক্ষুব্ধ ভারত

দক্ষিণ আফ্রিকায় বিতর্কিত রিভিউয়ে ক্ষুব্ধ ভারত

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

টেস্টকে বিদায় বললেন ডি কক

টেস্টকে বিদায় বললেন ডি কক