যাচ্ছেন গিবসন, থাকছেন ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২২
যাচ্ছেন গিবসন, থাকছেন ডোমিঙ্গো

টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসনের সাথে চুক্তি শেষ হওয়ায় নতুন করে আর নবায়ন করা হচ্ছে না। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে রাসেল ডোমিঙ্গোই থাকছেন। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ২০২১ সালটা বেশ বাজে পারফর্মেন্সের মধ্যে কাটানোর কারণে হুমকির মুখে পড়েছিল তার ভবিষ্যৎ।

সাবেক জাতীয় দলের কোচ জেমি সিডন্সকে ইতিমধ্যে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারণা করা হচ্ছিল, তিনিই ডোমিঙ্গোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। তবে আপাতত তেমনটা সম্ভাবনা নেই। ভালো মানের নতুন কোচ না পাওয়া পর্যন্ত ডোমিঙ্গোর হাতেই থাকছে কোচিং প্যানেলের নেতৃত্ব।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বিসিবির কাছে ডোমিঙ্গোর কোন বিকল্প নেই। এছাড়া সামনে ব্যস্ত সূচি থাকায় এ মুহূর্তে কোচিং স্টাফ পরিবর্তন নিয়েও বেশি ভাবতে চায় না বোর্ড।

তিনি বলেন, ‘আপনারা জানেন এ মুহূর্তে আমরা প্রধান কোচের কোন বিকল্প পাইনি। সিডন্সকে আমরা ব্যাটিং পরামর্শন হিসেবে নিয়োগ দিয়েছি। ফেব্রুয়ারিতে তিনি দলের সাথে যোগ দিবেন। কয়েকদিন আগে আমাদের বিসিবি সভাপতিও (নাজমুল হাসান পাপন) বলেছেন, আমরা ডোমিঙ্গোর সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছি। আমরা তাকেই দায়িত্বে রাখতে চাই।’

সামনে আন্তর্জাতিক সূচিতে বাংলাদেশের ব্যস্ততা থাকায় এ মুহূর্তে কোচিং স্টাফ পরিবর্তন নিয়ে বিসিবি বেশি ভাবতে বলেও জানান তিনি।

ইউনুস বলেন, ‘সামনে আমাদের পর পর অনেক খেলা রয়েছে। তাই নতুন করে ভাবার সুযোগ খুবই কম। নিউজিল্যান্ড থেকে ফেরার পর বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে যাবে খেলোয়াড়রা। এরপর আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। এরপর দক্ষিন আফ্রিকা সফর। তাই এখন অন্য কিছু নিয়ে চিন্তা করাটা কঠিন।’

ভাবনার কথা বলে প্রধান কোচের বিষয়টি এড়িয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যস্ততা আরও বাড়িয়ে দিয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ। চুক্তি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিসিবি ছাড়ছেন ওটিস গিবসন। যদিও গিবসন চলে যাচ্ছেন না-কি বিসিবি তাকে রাখতে চাচ্ছে না -এটি নিয়েও রয়েছে সমালোচনা।

জালাল ইউনুস বলেন, ‌‘পেস বোলিং কোচ গিবসন আর দায়িত্ব পালন করতে চান না। সিডন্স আসছেন। আসলে আমাদেরকে পূর্ণ কোচিং স্টাফ নিয়ে ভাবতে হবে।’

জানা গেছে, বাংলাদেশের দায়িত্ব ছেড়ে পাকিস্তানে পাড়ি জমাচ্ছেন রুবেল-তাসকিনদের কোচ ওটিস গিবসন। দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের পেস বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন গিবসন

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন

বোলারদের সঠিক লাইন-লেন্থে বল করতে হবে: গিবসন

১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট র‍্যাংকিংয়ে লিটন দাস

১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট র‍্যাংকিংয়ে লিটন দাস

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

বিদেশে কেউ আর হিসেবের বাইরে রাখতে পারবে না: মমিনুল

বিদেশে কেউ আর হিসেবের বাইরে রাখতে পারবে না: মমিনুল