পারিবারিক কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন ভানুকা রাজাপাকসে। ১০ দিন না পেরোতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন এ বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) দেওয়া এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
চলতি বছরের ৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন ভানুকা রাজাপাকসে। তাকে এ সিদ্ধান্ত পুর্নবিবেচনার অনুরোধ করেন পেসার লাসিথ মালিঙ্গা।
এরপরেই নিজের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করেন ভানুকা রাজাপাকসে। ফেরার ঘোষণার পর এবার জাতীয় দলের জার্সিতে ফেরার অপেক্ষায় রাজাপাকসে।
২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ভানুকা রাজাপাকসে। এরপর জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলেছিলেন তিনি। অভিষেকের পর থেকেই নিজের পারফর্মেন্সে উজ্জ্বল ছিলেন রাজাপাকসে।
রাজাপাকসের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন অ্যাঞ্জেলো পেরেরা। তবে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা এখনও জানান যায়নি। এছাড়াও নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে আগ মুহূর্তে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দানুষ্কা গুণাথিলাকা।
এদিকে, তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ঠেকাতে নতুন তিনটি নিয়ম চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]