পিএসএলে থিম সংয়ের প্রয়োজনীয়তা দেখছেন না আকিব জাভেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২২
পিএসএলে থিম সংয়ের প্রয়োজনীয়তা দেখছেন না আকিব জাভেদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সামনে রেখে দলীয় সঙ্গীত তৈরির কথা ভেবেছিল আয়োজক কমিটি। তবে তার কোনো প্রয়োজনীয়তা দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং লাহোর কালান্দার্সের হেড কোচ আকিব জাভেদ।

সঙ্গীত আয়োজনের চেষ্টা স্রেফ আর্থের অপচয় বলে মনে করেন। বুধবার (১২ জানুয়ারি) পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে এমনটাই বলেন তিনি।

আকিব বলেন, ‘এখানে কোনো বিজ্ঞাপন আয়োজনের দরকার নাই। এটা এক ধরণের অর্থের অপচয়ের পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। ভক্তরা বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং অন্যদের খেলা দেখতে আসবে। এখানে খেলোয়াড়দের চেয়ে বড় কোনো তারকা নেই। মানুষ ম্যাচের আগে গায়কদের দেখতে আসবে না।’

দলীয় সঙ্গীতের পাশাপাশি চার জাতি ক্রিকেটঁ টুর্নামেন্ট নিয়েও কথা বলছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা চার দল পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে নিয়ে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব আকিব জাভেদের মনে ধরেছে। জানান, আসলেই খুব ভালো প্রস্তাব।

তবে এই সিরিজে ভারতকে নিয়ে শঙ্কায় আকিব। তিনি মতে, দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে ভারত পাকিস্তানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র বা ইউরোপে খেলা উচিত।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রমিজ রাজার কাজকর্ম নিয়ে তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার পর থেকেই দারুণ সব কাজ করে যাচ্ছেন রমিজ। যার কারণে পাকিস্তান দল ভালো খেলছে এবং বোর্ডও সামনে এগিয়ে যাচ্ছে।’

চলতি বছরের ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর। এবারের আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পেশোয়ার জালমির সভাপতি হলেন ইনজামাম উল হক

পেশোয়ার জালমির সভাপতি হলেন ইনজামাম উল হক

ইসলামাবাদকে তৃতীয় শিরোপা জেতাতে চান শাদাব খান

ইসলামাবাদকে তৃতীয় শিরোপা জেতাতে চান শাদাব খান

পিএসএলে বায়োবাবল নিয়ে কঠোর অবস্থানে পিসিবি

পিএসএলে বায়োবাবল নিয়ে কঠোর অবস্থানে পিসিবি

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার