ক্রিকেটে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ আবিদ আলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২২
ক্রিকেটে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ আবিদ আলি

হৃদরোগের কারণে দীর্ঘ দিন ধরে মাঠের ক্রিকেটের বাইরে রয়েছেন পাকিস্তানের ব্যাটার আবিদ আলি। তবে ক্রিকেট যেখানে ভালোবাসার মূল কেন্দ্র সেটা রেখে কি আর দূরে থাকা যায়? ভালোবাসার ক্রিকেটে আবারও ফিরতে মুখিয়ে আছেন আবিদ আলি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিমের তত্ত্বাবধানে ইতিমধ্যে লাহোরে ন্যাশনাল হাই পারফর্ম্যান্স সেন্টারে অনুশীলন শুরু করেছেন ৩৪ বছর বয়সী এ পাকিস্তানি ব্যাটার।পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের পুনর্বাসন পরিকল্পনা শেষে তিনি এখন মাঠের খেলার অপেক্ষা প্রস্ততি করছেন নিজিকে।

২০২১ সালের ২১ জানুয়ারি (মঙ্গলবার) পাকিস্তানের প্রথম শ্রেণির প্রতিযোগিতা কায়েদ-এ-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ব্যাট করার সময় বুকে ব্যথা অনুভব করেন আবিদ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুইবার বুকের ব্যথা অনুভব করায় দ্রুতই নেওয়া হয় হাসপাতালে। সেখানে তার হৃদযন্ত্রে অ্যাকিউট করোনারি সিনড্রোম নামক সমস্যা ধরা পড়ে।

সে দিনের কথা মনে করে আবিদ আলি বলেছেন, ‘ক্রিকেটে দ্বিতীয় ইনিংস আছে কিন্তু জীবনে সেটা নাই। মহান আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন। তার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে, আজ আমি এখানে সুস্থ হয়ে বসে আছি।’

অনুশীলনের ফেরার পর দেশটির শীর্ষস্থায়ীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন আবিদ আলি। সেখানে সেই দিন মাঠে কী ঘটেছিল সেসব নিয়েও কথা বলেন তিনি।

আবিদ আলি বলেন, ‘সে দিন আমি ব্যথা অনুভব করছিলাম এবং অস্বস্তিতে ভুগছিলাম। যার জন্য ব্যাটিংয়ে সমস্যা হচ্ছিল, এটা বৃদ্ধি পাচ্ছিল। আমি আমার ব্যাটিং পার্টনার আজহার আলির সঙ্গে পরামর্শ করলাম। এরপর আম্পায়ারের অনুমতি নিয়ে মাঠ ত্যাগ করলাম। তখন বমি হচ্ছিল এবং মাথা ঘুরাচ্ছিল।’

মাঠে বুকে ব্যথা অনুভব করার আগে আবিদ আলি জানতেন না যে, তার হৃদযন্ত্রে কোনো সমস্যা আছে। যখন জানলেন তখন স্রেফ হতবাক হয়েছিলেন।

তিনি বলেন, ‘আমি জানতাম না যে, আমার হৃদযন্ত্রের সমস্যা আছে। ইসিজি করার পর ব্যাপারটা যখন ধরা পড়লো, তখন আমার হতবুদ্ধি হওয়ার পালা। একজন স্বাভাবিক ব্যক্তির হৃদযন্ত্রের ক্রিয়া সাধারণত ৫৫ শতাংশ হয়ে থাকে। কিন্তু আমার দেখাচ্ছিল ৩০ শতাংশ। আমার হার্টের একটি বাল্ব ব্লক হয়ে গিয়েছিল।’

আবিদ আলির হার্ট অ্যাটাকের খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশটির ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট এবং জাতীয় দলে তার সতীর্থ ফাস্ট বোলার হাসান আলি সে সময় হতবাক হয়ে গিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘খবরটা আমার জন্য খুবই খারাপ সংবাদ ছিল। আমি সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। আবিদ ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি তার জন্য দোয়া করেছি।’

পিসিবির মেডিকেল টিম ও ডাক্তাররা মিলে যথাসধ্য চেষ্টা করেছে আবিদ আলিকে সুস্থ করে তুলতে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আবিদ এখন শুরু করেছেন মাঠে ফেরার লড়াই।

নতুন করে ফেরার ব্যাপারে আবিদ আলি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল দল আমার জন্য পুনর্বাসন পরিকল্পনা করেছিল। আমি যতটা তাড়াতাড়ি পারি ব্যাটটাকে আবার আকড়ে ধরার চেষ্টা করছি। ক্রিকেট আমার জীবন। এটা আমার জীবনের অমূল্য এক প্রতিচ্ছবি। আমি এটাকে ছাড়তে চাই না।’

অনুশীলনে ফেরার পর মাঠে ফেরার ব্যাপারেও আশাবাদী পাকিস্তানের সেরা টেস্ট ব্যাটার। বলেন, ‘আমি যতটা তাড়াতাড়ি পারি ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। আমি আশাবাদী যে, সর্বশক্তিমানের দান করা এ নতুন জীবন নিয়ে আমি আবার ক্রিকেটে ফিরে আসবো।’

নতুন জীবন পেয়ে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে জীবনের সাবধানবাণীও ছুঁড়ে দিয়েছেন আবিদ আলি। তিনি বলেন, ‘ভক্তদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা নিয়ম করে প্রতিনিয়ত স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাকে জীবনের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করেছে। স্বাস্থ্যই সম্পদ।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ধর্ষণ সহযোগিতার মামলা থেকে মুক্তি পেলেন ইয়াসির শাহ 

ধর্ষণ সহযোগিতার মামলা থেকে মুক্তি পেলেন ইয়াসির শাহ 

লড়াই জমবে যুব বিশ্বকাপের ‘সি’ গ্রুপে

লড়াই জমবে যুব বিশ্বকাপের ‘সি’ গ্রুপে

ভারতকে নিয়ে চারদলীয় টুর্নামেন্ট আয়োজনে প্রস্তাব দেবে পাকিস্তান

ভারতকে নিয়ে চারদলীয় টুর্নামেন্ট আয়োজনে প্রস্তাব দেবে পাকিস্তান

বাবর আজমের অর্জনে বাবার আনন্দঘন স্ট্যাটাস

বাবর আজমের অর্জনে বাবার আনন্দঘন স্ট্যাটাস