বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত বছর এপ্রিলে মাশরাফি-সাকিব-তামিমদের বেতন ও ম্যাচ ফি প্রায় দ্বিগুণ বাড়িয়েছিল। এক বছর পর চলতি এপ্রিলে আবারও তাদের বেতন বাড়ছে। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খানের বরাত দিয়ে প্রথম আলো এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, আগামী বুধবার বিসিবির পরিচালনা পরিষদের সভা রয়েছে। এ সভায় খেলোয়াড়দের বেতন বাড়ানোর প্রস্তাব করবে ক্রিকেট পরিচালনা কমিটি। তবে গতবার প্রায় ১০০ শতাংশ বেতন বাড়ানো হলেও এবার কত শতাংশ বাড়ানো হচ্ছে এ বিষয়ে এখনি কিছু জানা যায়নি।
খেলোয়াড়দের বেতন প্রায় প্রতিবছরই কিছু কিছু করে বাড়ায় বিসিবি। তবে গতবার মাশরাফি-সাকিবদের মতো ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন আড়াই লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ করা হয়। এছাড়া ‘এ’ শ্রেণিতে ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ; ‘বি’ শ্রেণিতে দেড় লাখ থেকে বাড়িয়ে ২ লাখ; ‘সি’ শ্রেণিতে ১ লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ এবং ‘ডি’ শ্রেণিতে ৭৫ হাজার থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ টাকা হয়েছিল।
এদিকে বেতন বাড়ানোর সংবাদের পাশাপাশি আরও একটি দুঃসংবাদও রয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা কমাতে চাইছে বিসিবি। ফলে গত চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের সংখ্যা এবার কমতে পারে।
সংবাদ মাধ্যমটিকে আকরাম বলেন, ‘আমরা প্রস্তাব এখনো চূড়ান্ত করতে পারিনি। কাল (মঙ্গলবার) ঠিক করে ফেলব। তবে এটা ঠিক, চুক্তিতে খেলোয়াড় কমবে। অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। খেলোয়াড়ের সংখ্যা কম থাকলে ভালো হয়।’