দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে খেলবে ভারতীয় দল। এ সফর শুরুর আগে করোনা আক্রান্ত হয়ে বাদ পড়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এবার ছিটকে পড়ার শঙ্কায় আছেন পেসার মোহাম্মদ সিরাজ। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের দলে যোগ দিবেন নবদ্বীপ সাইনি।
করোনা আক্রান্ত হওয়ায় দলের সাথে দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তার বদলি হিসেবে ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন জয়ন্ত যাদব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও আছেন তিনি। যদিও তিন টেস্টের একটিতেও খেলার সুযোগ পাননি তিনি।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে রিজার্ভ হিসেবে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন নবদ্বীপ সাইনি। অবশ্য এর আগে থেকেই দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন তিনি। ভারতীয় দলের সফরে আগে ভারত 'এ' দল দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল। সেই দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় আসা সাইনি মূল দলের সাথেও আছেন।
দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন ইনজুরিতে পড়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। এ কারণেই দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে অনিশ্চিত তিনি। তাই অতিরিক্ত পেসার হিসেবে নবদ্বীপ সাইনিকে দলে যুক্ত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
জাতীয় দলের সফরগুলোতে নিয়মিত সদস্য হলেও বেশিভাগ সময় রিজার্ভ হিসেবেই থাকেন নবদ্বীপ সাইনি। এখন পর্যন্ত ভারতের হয়ে ২ টেস্ট, ৬ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার ২৩ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]