বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের কোচ হচ্ছেন ওটিস গিবসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ১৩ জানুয়ারি ২০২২
বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের কোচ হচ্ছেন ওটিস গিবসন

বাংলাদেশের বোলিং কোচ হিসাবে চুক্তি নবায়ন না করা সিদ্ধান্ত নিয়েছেন বোলিং কোচ ওটিস গিবসন। দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তি করেছিলেন সাবেক এই ক্যারিবিয়ান পেসার। তার চুক্তি মেয়াদ ছিল ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত।

যেটা শীঘ্রই শেষ হয়ে যাবে। এরপর আর টাইগারদের সাথে কাজ করবেন না বলে বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন দায়িত্ব হাতে নিয়েছেন এ ক্যারিবীয়ান কোচ। টাইগার শিবিরের দায়িত্ব ছেড়ে তিনি এবার যোগ দিতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসে।

মুলতানের কোচিং প্যানেলে ফাস্ট বোলিং কোচ হিসাবে যোগ দিবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে কোচিং করাবেন তিনি।

বুধবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বার্তায় মুলতান সুলতানস ঘোষণা দিয়েছে, আসন্ন পিএসএলে তাদের হয়ে সহকারী ও বোলিং কোচের দায়িত্ব পালন করবেন ওটিস গিবসন।

বাংলাদেশের কোচ হিসাবে ২০২০ সালে শার্ল ল্যাঙ্গারভেল্টের স্থলাভিষিক্ত হয়েছিলেন গিবসন। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের পেস বোলিং কোচও ছিলেন। ২০১২ সালে তার অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

গিবসন ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭৭টি ম্যাচ খেলে ৬৫৯ উইকেটের পাশাপাশি ৫৬০৪ রানও করেছেন গিবসন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রেটিং হারিয়েছে বাংলাদেশ, সঙ্গে অবনমনও

রেটিং হারিয়েছে বাংলাদেশ, সঙ্গে অবনমনও

বিদেশে কেউ আর হিসেবের বাইরে রাখতে পারবে না: মমিনুল

বিদেশে কেউ আর হিসেবের বাইরে রাখতে পারবে না: মমিনুল

‘বাইরের’ মাশরাফির মন্তব্যে গিবসনের কিছু যায় আসে না

‘বাইরের’ মাশরাফির মন্তব্যে গিবসনের কিছু যায় আসে না

গিবসনকে বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

গিবসনকে বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি