চলতি অ্যাশেজের পাঁচ ম্যাচই খেলতে চান অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ইতিমধ্যেই প্রথম চার ম্যাচে খেলে ফেলছেন অজিদের বোলিং আক্রমনের অন্যতম ভরসা এই তারকা পেসার। তবে সদ্য সমাপ্ত সিডনি টেস্টে তার চিরচেনা ছন্দ খুঁজে পাওয়া যায়নি।
তবে কি ক্লান্ত হয়ে পড়েছেন স্টার্ক? এমন প্রশ্নের জবাবে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন অজি গতি তারকা। হোবার্টে দিবা-রাত্রির পঞ্চম টেস্টেও খেলতে চান তিনি। দিবা-রাত্রির টেস্টে স্টার্কের বোলিং রেকর্ড তার পক্ষেই কথা বলে।
দিবা-রাত্রির ৯ টেস্ট খেলে স্টার্কের শিকার ৫২ উইকেট। সেটাই যেন আরেকবার মনে করিয়ে দিলেন বাঁহাতি পেসার, ‘নাহ! আমি ক্লান্ত না। তা ছাড়া এটা গোলাপি বলের খেলা। আমি ভালো অনুভব করছি। আমরা পঞ্চম টেস্টের জন্য প্রস্তুত।’
স্টার্ক আরও বলেন, ‘আমি বিশ্রামের দিকে তাকাচ্ছি না। এটা অ্যাশেজের শেষ ম্যাচ। তাছাড়া গোলাপি বলের খেলা। যেটা আমি খুব পছন্দ করি। আমি মনে করি আমাকে নেয়া না নেয়া নির্বাচকদের কাজ। কিন্তু আমি মোটেও বিশ্রামের কথা মাথায় আনছি না।’
চলতি অ্যাশেজে চার ম্যাচ খেলে ১৫ উইকেট শিকার করেছেন স্টার্ক। যার মধ্যে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। গোলাপি বলে স্টার্কের এমন সাফল্যের রহস্য কি? রহস্যটা জানালেন স্টার্ক নিজেই। তিনি বলেন, ‘আমি দেখলাম যে আমি সবচেয়ে পছন্দ করি গোলাপি বল। এরপর সাদা বল এবং সর্বশেষ লাল বল। এটাই হলো রহস্য।’
সিডনি টেস্টে পাজরে টান পেয়েছিলেন মেলবোর্নে অজিদের জয়ের নায়ক স্কট বোল্যান্ড। তাই হোবার্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে টিম ম্যানেজমেন্ট। যদি তাই হয় তবে বোল্যান্ডের বদলি হিসাবে মাইকেল নেসের কিংবা ঝাই রিচার্ডসনের কেঊ একজন খেলবেন হোবার্টে দিবা-রাত্রির টেস্টে।
১৪ জানুয়ারি (শুক্রবার) হোবার্টে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজের শেষ টেস্ট। ম্যাচটি হবে দিবা-রাত্রির। সিরিজে ৩-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]