ছয় মাসের জন্য মাঠে বাইরে ছিটকে গেলেন ইংলিশ অলরাউন্ডার টম কারান। পিঠের নিচের দিকে চিড় ধরা পড়ায় চলতি বছরের জুন মাস পর্যন্ত মাঠের বাইরেই কাটাতে হবে এই পেস বোলিং অলরাউন্ডারকে।
টম কারানের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে তার কাউন্টি ক্লাব সাবে। বিবৃতিতে এমনটাই জানিয়েছে ঘরোয়া লিগে তার দল ইংলিশ কাউন্টি ক্লাব সারে। বিবৃতিতে সারে জানিয়েছে, ভাইটালিটি ব্লাস্টের আগে ক্রিকেটে ফিরতে পারছেন না ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
২০২১ সালের ১৫ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন স্টার্সের মধ্যকার ম্যাচ চলাকালীন পিঠে চোট পান টম কারান। এরপর স্ক্যান করে তাকে লন্ডনে ফেরত পাঠায় তার দল সিডনি সিক্সার্স। আপাতত লন্ডনে সারের মেডিকেল টিমের তত্ত্বাব্ধানে আছেন এই অলরাউন্ডার।
ইংলিশ ক্রিকেটারদের ইনজুরির তালিকাটা দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এর আগে ইনজুরিতে পড়ে এখনো মাঠে ফিরতে পারেননি টম কারানেরই আপন ভাই স্যাম কারান। তাদের সাথে যোগ হয়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চার।
ছয় মাসের ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫তম আসরেও টম কারানকে দেখা যাবে না। ফ্রাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত হলেও জাতীয় দলে এখনও নিজের অবস্থান পাকা করতে পারেননি টম কারান।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]