ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে কোচিংকে পেশা হিসেবে নিবেন তিনি।
এক যুগের পেশাদার ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে মোটে ৬৯ ম্যাচে মাঠে নেমেছিলেন ক্রিস মরিস। আন্তর্জাতিক ক্রিকেটে বেশি সুযোগ না পেলেও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে বেশ নিয়মিত ছিলেন মরিস।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ আড়াই বছরে কোনো ম্যাচ খেলেননি ক্রিস মরিস। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন তিনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব ছিল তার। এরপরেও অজানা কারণে দলে আর সুযোগ পাননি তিনি।
৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাট মিলে ৬৯ ম্যাচ খেলে শিকার করেছেন ৯৪ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগের অভাবে নিজেকে পুরোপুরিভাবে মেলে ধরতে না পারলেও ফ্রাঞ্চাইজি লিগ কিংবা ঘরোয়া টুর্নামেন্টে নিজেকে ঠিকই প্রমাণ করেছেন তিনি। ২৩৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে শিকার করেছিলেন ২৯০ উইকেট। একই সময় ব্যাট হাতে ২০ দশমিক ০১ গড়ে করেছেন ১৮৬৮ রান।
খেলোয়াড়ি জীবনকে বিদায় জানালেও ক্রিকেটকে ছাড়ছেন না মরিস। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের দল টাইটানসের কোচের দায়িত্ব নিবেন তিনি। বিদায়ী বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন এ দক্ষিণ আফ্রিকান পেসার।
পুরো ক্যারিয়ারজুড়ে সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান মরিস। তিনি বলেন, ‘ছোট-বড় সবাইকে ধন্যবাদ। আমাকে ক্যারিয়ারজুড়ে আমাকে সমর্থন দেওয়ার জন্য।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]