চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৪তম আসর। এ আসরকে সামনে রেখে আয়োজনের সব কিছু চূড়ান্ত করে রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা- আইসিসি। তারই ধারায় এবার জানালো হলো ম্যাচ পরিচালনাকারী সদস্যদের নাম।
এবারের আসরে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন তিনজন। পুরো আসরে ঘুরে ফিরে এ তিনজনই সব ম্যাচ পরিচালনা করবেন। এ তালিকায় আছেন শ্রীলঙ্কার ম্যাচ রেফারি গ্রাহেম ল্যাবরয়, ওয়েস্ট ইন্ডিজের ডেনাভন হেইলস এবং ইংল্যান্ডের ফিল হুইটিকেস।
আম্পায়ারদের তালিকাটা সর্বমোট ১৯ জনের। এ ১৯ জন নির্বাচন করা হয়েছে ১৪টি দেশ থেকে। তবে এ তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের কোনো আম্পায়ারের। এদের মধ্যে থেকে প্রথম পর্বে টিভি আম্পায়ার হিসাবে ইংল্যান্ডের মার্টিন স্যাগার্সের সাথে দায়িত্ব পালন করবেন ৫ জন। কোন ৫ জন সেটা নির্দিষ্ট হয়নি।
১৯ জন কেবল গ্রুপ পর্বের ম্যাচগুলোতেই আম্পায়ারিং করার জন্য নির্বাচিত হয়েছেন। নকআউট পর্বের ম্যাচ পরিচালনায় কারা থাকছেন সেটা নকআউটের দলগুলো নিশ্চিত হওয়ার পর জানা যাবে।
আসরের প্রথম ম্যাচ পরিচালনা করবেন ইংলিশ আম্পায়ার ডেভিড মিলন্স এবং নেপালের আম্পায়ার বুদ্ধি প্রধান। এদের মধ্যে মিলন্স গত ১৪ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিং করে আসছেন।
এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা, অ্যান্টিগা, বারবুডা, সেন্ট কিটস নেভিস এবং ত্রিনিদাদ এন্ড টোবাগোতে। মোট ১০টি ভেন্যুতে ঘুরে ফিরে পুরো আসর অনুষ্ঠিত হবে।
আম্পায়ার
আসিফ ইয়াকুব, অ্যালান হ্যাগো, আর্নল্ড ম্যাডেলা, বুদ্ধি প্রধান, ডেভিড ম্যাকলিন, ডেভিড মিলন্স, এমারসন ক্যারিংটন, হিথ কার্নস, জ্যাকুলিন উইলিয়ামস, মার্ক জেমসন, মার্টিন স্যাগার্স, নীতিন বাথি, রাহুল আশের, রশিদ রিয়াজ, রিজওয়ান আকরাম, রোল্যান্ড ব্ল্যাক, সমীর বন্দেকর, সারিকা প্রসাদ এবং বিজয় প্রকাশ মাল্লেলা।
ম্যাচ রেফারি
গ্রায়েম ল্যাবরয়, ডেনাভন হেইলস, ফিল হুইটিকেস।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]