ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে শঙ্কায় আছে আফগানিস্তান। ভিসা জটিলতার কারণে এখনো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখতে পারেনি এশিয়ার দলটি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভিসার কারণে তাদের মূল দলের অংশগ্রহণ নিয়ে জলঘোলা হয়েছিল।
সোমবার (১০ জানুয়ারি) ইংল্যান্ড যুবাদের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ছিল আফগান যুবাদের। কিন্তু এখনও ওয়েস্ট ইন্ডিজে পৌছাতে না পারায় বাতিল করা হয়েছে এই ম্যাচ। একই সঙ্গে ১২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিও ভেস্তে গেছে ভিসা সংক্রান্ত সমস্যায়।
আফগানিস্তান খেলতে না পারায় নতুন সূচিতে ১১ জানুয়ারি ইংল্যান্ড ও আরব আমিরাত নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে। আফগানদের ভিসা জটিলতার বিষয়টি নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ভিসা জটিলতার কারণে আফগানিস্তান এখনো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখতে পারেনি। এই সমস্যাটি সমাধানের জন্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’
আইসিসি থেকে আরও বলা হয়েছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আমরা কাজ করে যাচ্ছি। যেন দ্রুততম সময়ের মধ্যে তারা ভ্রমণের অনুমতি পায় তারা।’
১৬ জানুয়ারি (রোববার) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করার কথা আফগানদের। গ্রুপ ‘সি’ তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান এবং পাপুয়া নিউ গিনি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]