চোটের কারণে অ্যাশেজের শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ইংলিশ উইকেটরক্ষক জশ বাটলার। সিডনি টেস্ট চলাকালীন আঙুলের চোটে পড়েছেন তিনি। নির্ধারিত সময়ে চোট থেকে সেরে উঠতে পারবেন না বিধায় তাকে দেশে ফেরত পাঠাচ্ছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
চলমান অ্যাশেজের প্রথম তিন টেস্ট হেরে সিরিজ হার নিশ্চিত করেছিল ইংল্যান্ড। সিডনিতে চতুর্থ টেস্টে ড্র করে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। এ ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন তিনি।
সিরিজে এমনিতেই বেশ ব্যাকফুটে আছে ইংল্যান্ড। এর মধ্যে বাটলারের দল থেকে ছিটকে যাওয়া বেশ হতাশাজনক বলে জানান জো রুট। এ বিষয়ে তিনি বলেন, ‘বাটলার দেশে ফিরে যাচ্ছে। এটা বাজে ধরনের চোট। এটা সত্যিই দল এবং তার জন্য হতাশাজনক। তবে আপনাকে এটা মেনে নিতে হবে।’
সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীন হাতের বৃদ্ধাঙুলিতে চোট পান বাটলার। হাতে ব্যথা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন তিনি। তবে চোট গুরুতর হওয়ায় তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অ্যাশেজে চার টেস্ট খেলে ৮ ইনিংসে ১০৭ রান করেছিলেন জশ বাটলার। সেখানে তার ব্যাটিং গড় ছিল মাত্র ১৫.২৮। দলের মতো তিনিও ছিলেন অনুজ্জ্বল।
সিরিজের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছিল ইংল্যান্ড। সিরিজ হারের পর অবশ্য চতুর্থ ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। সিডনি টেস্ট ড্র করে হোয়াইটওয়াশ এড়িয়েছে রুটের দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]