ইন্ডিপেন্ডেন্স কাপের উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল ওয়ালটন সেন্ট্রাল জোন এবং ইসলামি ব্যাংক ইস্ট জোন। সিলেট ইন্টারন্যাশন্যাল ক্রিকেট স্টেডিয়ামে ইস্ট জোনের বিপক্ষে ২২ রানের জয় তুলে তুলে নিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের মিতব্যয়ী বোলিংয়ে এ জয় পেয়েছে সেন্ট্রাল জোন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইস্ট জোন অধিনায়ক ইমরুল কায়েস। বোলিংয়ে নেমে শুরুতেই দলকে সাফল্য এনে দেন পেসার রুবেল হোসেন। সৌম্য সরকারকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর দলের হাল দেন ওপেনার আব্দুল মজিদ এবং তিন নম্বরে নামা মিজানুর রহমান।
মিজানুর-মজিদের ৩১ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেন্ট্রাল জোন। পরপর দুই বলে মিজানুর এবং মজিদ প্যাভিলিয়নে ফিরলে ওয়ালটনের স্কোর দাঁড়ায় ৬৭ রানে ২ উইকেট।
এরপর দলের হাল ধরেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুন। তাদের দুইজনের ব্যাটে ভর করে শতরানের কোটা পার করে ওয়ালটন সেন্ট্রাল জোন।
শেষ পর্যন্ত ১৭৭ রানে থামে ওয়ালটন সেন্ট্রাল জোন। সেন্ট্রাল জোনের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন মোহাম্মদ মিঠুন। এছাড়াও আব্দুল মজিদ ৩৬ এবং সাকিব আল হাসান করেন ৩৫ রান। বল হাতে তিন উইকেট শিকার করেন ইস্ট জোনের পেসার রুবেল হোসেন।
১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ আশরাফুলের উইকেট হারায় ইসলামী ব্যাংক ইস্ট জোন। এরপরে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার রনি তালুকদার এবং ইমরুল হাসান। দুইজনের ব্যাটে ভর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ইস্ট জোন। তবে ইমরুল ফিরে গেলে বালির বাঁধের মতো ভেঙে পড়ে ইস্ট জোনের ব্যাটিং লাইন আপ।
ইস্ট জোনের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার রনি তালুকদার। এছাড়াও উইকেটরক্ষক ইরফান শুক্কুর করেন ৩১ রান। ইস্ট জোনের হয়ে সাকিব আল হাসান এবং হাসান মুরাদ দুইটি করে উইকেট শিকার করেন।
সেন্ট্রাল জোনের অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১০ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে শিকার করেন এক উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন মোসাদ্দেক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]