হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে শ্রীলঙ্কান ক্রিকেটার মধ্যে অবসর নেওয়ার হিড়িক পড়েছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ভানুকা রাজাপাকসে এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দানুষ্কা গুণাথিলাকা। গুঞ্জন আছে, আরও কয়েকজন ক্রিকেটারও নিতে পারেন অবসর। এরইর মধ্যেই অবসর নেওয়া ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি। জানিয়েছে, অবসর নিতে হলে বোর্ডকে জানাতে হবে তিন মাস আগে। একই সঙ্গে ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নিতে অপেক্ষা করতে হবে ৬ মাস।
বুধবার (৫ জানুয়ারি) হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান ভানুকা রাজাপাকসে। অবসরের কারণ হিসেবে উল্লেখ করেন পরিবারকে সময় দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাজাপাকসের অবসর ঘোষণার দুইদিন পর শনিবার (৮ জানুয়ারি) সাদা বলের ক্রিকেটে মনযোগী হতে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত জানান দানুষ্কা গুণাথিলাকা। এদিনই ক্রিকেটারদের অবসর বিষয়ক নীতিমালা তৈরি করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
সেখানে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হলে বোর্ডকে তিন মাস আগেই জানাতে হবে। শুধু তাই নয়, অবসরের পর সহসাই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে পারবেন না তারা। অবসরের পর আরও ছয় মাস অপেক্ষা করতে হবে।
এই দুই শর্ত পূর্ণ করলেই বিপিএল-আইপিএলের মতো ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পাবেন না লঙ্কান ক্রিকেটাররা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে হলে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বছরে সর্বনিম্ন ৮০ শতাংশ ম্যাচ খেলতে হবে তাদেরকে। তবেই মিলবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনুমতি। অবসর নেওয়া এবং অবসরের ভাবনায় থাকা সব ক্রিকেটারদের জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে এসএলসি।
সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন ফিটনেস নিয়ম চালু করেছে। মূলত এ নিয়মের বিরোধীতা করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন অনেক ক্রিকেটার। একই সাথে ফ্রাঞ্চাইজি ক্রিকেট অনেক বেশি লাভজনক হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে চাচ্ছেন অনেক লঙ্কান ক্রিকেটাররা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]