মাত্র এক ম্যাচ খেলেই আইসিসির মাসসেরা ক্রিকেটার তালিকায় জায়গা করে নিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। মূলত ভারতের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নিয়ে আলোচনায় আসেন এ স্পিনার। সে ম্যাচের পারফর্মেন্সের কারণে মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন তিনি।
ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন প্রকাশ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ তালিকা জায়গা পেয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল, অজি পেসার মিচেল স্টার্ক এবং ভারতীয় ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল।
ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে প্রথম ইনিংসে ১০ উইকেট শিকার করেন আজাজ প্যাটেল। ইনিংসে ১০ উইকেট শিকার করলেও দলকে জেতাতে পারেননি তিনি।
অপরদিকে তালিকায় থাকা পেসার মিচেল স্টার্ক চলমান অ্যাশেজে ছিলেন দারুণ ছন্দে। ডিসেম্বর মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলেছিলেন তিনি। এ সময় তিন ম্যাচে ১৯ দশমিক ৬৪ গড়ে শিকার করেছেন ১৪ উইকেট।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে ঘরের মাঠে দারুণ পারফর্ম করেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। প্রথম টেস্টে কানপুরে বলার মতো কিছু না করলেও মুম্বাইয়ে দুই ইনিংসে করেন ১৫০ এবং ৬২ রান।
২০২১ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো আইসিসি মাসসেরা পুরষ্কার চালু করে। এরই ধারাবাহিকতায় প্রতিমাসের সেরা ক্রিকেটার নির্বাচতি করে আসছে আইসিসি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]