ছাড় দেবে না বাংলাদেশ, জয় পেতে নিউজিল্যান্ডেরও কঠিন হবে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২২
ছাড় দেবে না বাংলাদেশ, জয় পেতে নিউজিল্যান্ডেরও কঠিন হবে

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার সেই জয়কে পাশে সরিয়ে রেখে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে টাইগার। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট দুই দলের জন্যই কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানিয়েছেন, বাংলাদেশ কোনো ছাড় দিবে না। নিউজিল্যান্ডের জন্য জয় পাওয়া কঠিন করে তুলবে মমিনুল বাহিনী।

মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্ট জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে নিউজিল্যান্ডকে সতর্কতা বার্তায় দিয়ে রাখলেন নির্বাচক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘সিরিজ ওরা একটা ম্যাচ পিছিয়ে আছে। স্বাভাবিকভাবেই ওরা ফিরে আসার চেষ্টা করবে। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতেও চাই না বা দিতেও চাই না। আমাদের যে স্কিলগুলো আছে, সেগুলোতে বেশি করে নজর দিতে চাই। আমাদের কাজগুলো আমরা করবো। তারপর আল্টিমেটলি রেজাল্ট আসবে।’ 

দ্বিতীয় টেস্টের আগে দুই দিন প্রস্তুতির সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। এর মধ্যে একদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় অনুশীলনের সুযোগ পায়নি মমিনুল বাহিনী। তবে এ নিয়ে কোনো ধরনের আক্ষেপ রাখেননি আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টের প্রস্তুতি আমার কাছে মনে হয় ঠিকই আছে। ট্যুর প্ল্যান যা করা হইছে সেটাই তো মানতে হবে। এটা তো আসলের বলার সুযোগ নাই, পর্যাপ্ত সুযোগ নেই।’

বরং, অল্প সময়ের মধ্যেই মানিয়ে নেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। বলেন, ‘যেই সময় পাওয়া গেছে, তার মধ্যেই মানিয়ে নিয়ে চলতে হবে। এছাড়া এমন কিছু নেই।’

ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে পারবেন না মাউন্ট মঙ্গানুইতে দারুণ খেলা ওপেনার মাহমুদুল হাসান জয়। তার বদলি হিসেবে কে মাঠে নামবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান আব্দুর রাজ্জাক।

বলেন, ‘আমরা চিন্তা করা শুরু করেছি। এখানে টিম ম্যানেজমেন্টের সবার সাথে কথা হয়েছে। এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবাই বসতে হবে, কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াডে নেই তামিম ইকবাল-সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এরপরেও দলের উপর আত্মবিশ্বাসী থাকতে চান নির্বাচক রাজ্জাক।

এ বিষয়ে তিনি বলেন, ‘যখন বাংলাদেশ দল হয়ে আসে, আমি বিশ্বাসী থাকি তাদের উপর। এই দলটাও ব্যতিক্রমী কোনো কিছু না। আমি অবশ্যই তাদের উপর বিশ্বাস রাখি।’

অপরদিক ক্রাইস্টচার্চের ধারা বজায় রাখলে ভবিষ্যতে দল আরও ভালো করবে বলে বিশ্বাস করেন তিনি। ‘যে টেস্ট ম্যাচ গেছে, সেটা বেশ ইম্প্রেসিভ ছিল। আমি আশা করবো যে, এই পারফর্মেন্স আমরা ধরে রাখবো। তাহলেই আমরা উন্নতি করতে পারবো।’- বলেন রাজ্জাক।

নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দলগুলোর জন্য জয় পাওয়া বেশ কঠিন ব্যাপার। এর মধ্যেই তাদের উপর ছড়ি ঘুরিয়ে দলকে জয় এনে দিয়েছে টাইগাররা। তাই তো বাংলাদেশের এ জয়কে অন্যতম সেরা বলতে দু’বার ভাবেননি নির্বাচক। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বাজে পারফর্মেন্সের পর দলকে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য নিজেদের আত্মবিশ্বাস রাখার বার্তা দেওয়া হয়েছিল বলে জানান রাজ্জাক।

বলেন, ‘আমি এইটুকু বলবো, এটা আমাদের ওয়ান অব দ্য বেস্ট উইন। যে যে সময় আমরা টেস্ট ম্যাচ জিতেছি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

‘তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, তাদের খেলাটা ভালো হয়নি। তাদের কাছে এই বার্তাটা দেওয়া হয়েছে, জিনিসটা ভালো হয়নি, ক্যামব্যাক করতে হবে। বাকি কাজটা তারা খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে করেছে। তার ফল স্বরুপ আমরা কিন্তু নিউজিল্যান্ডে এসে টেস্ট ম্যাচ জিতেছি।’-পাকিস্তান সিরিজ নিয়ে আব্দুর রাজ্জাক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রাইস্টচার্চেও জয়ের জন্য খেলবো : তাসকিন

ক্রাইস্টচার্চেও জয়ের জন্য খেলবো : তাসকিন

আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই, ভুল প্রমাণ হলো: সাকিব

আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই, ভুল প্রমাণ হলো: সাকিব

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি

ক্রিকেটারদের জন্য সুজন একজন পজিটিভ মানুষ : মাশরাফি

ক্রিকেটারদের জন্য সুজন একজন পজিটিভ মানুষ : মাশরাফি