অ্যাশেজের শেষ টেস্টেও থাকছেন না হ্যাজলেউড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৮ জানুয়ারি ২০২২
অ্যাশেজের শেষ টেস্টেও থাকছেন না হ্যাজলেউড

চলতি অ্যাশেজে প্রথম টেস্টের পর আর মাঠে দেখা যায়নি অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম ভরসা জশ হ্যাজলেউডকে। দর্শক হয়েই থাকতে হয়েছে সর্বশেষ তিন ম্যাচে। এবার শেষ টেস্টে হোবার্টেও মাঠে নামা হচ্ছে না ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলারের।

ব্রিসবেনে প্রথম টেস্ট চলাকালে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছিলেন হ্যাজলেউড। এরপর ফেরার কথা থাকলেও সমস্যা আরো বেড়ে যাওয়ায় অপেক্ষা কেবল দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়েছে। এবার জানা গেলো, চলতি অ্যাশেজে তার আর বল করা হচ্ছে না।

হ্যাজলেউডের হোবার্ট টেস্ট মিস করা প্রসঙ্গে শুক্রবার (৭ জানুয়ারি) অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘দূর্ভাগ্যবশত জশ আর খেলতে পারছে না। আশা করি সে সাদা বলের খেলা সে দিয়ে আবার ফিরবে। এটা আসলেই তার জন্য কঠিন।

এছাড়াও হ্যাজলেউডকে মিস করবেন জানিয়ে ল্যাঙ্গার বলেন, 'সে সবার মতোই এই সিরিজে খেলতে চেয়েছিল। ইতিমধ্যে সে তিনটি খেলা মিস করে ফেলেছে। আমাদের প্রধান পেসাররা সিরিজটাই মিস করে ফেললো। আমি মনে করি, ইংল্যান্ড যেমন তাদের প্রধান ফাস্ট বোলার জোফরা আর্চারকে মিস করছে, আমরাও জশকে তেমন মিস করবো।’

হ্যাজলেউড ইনজুরিতে পড়ায় তার বদলে দলে জায়গা পেয়েছিলেন আদিবাসী ক্রিকেটার স্কট বোল্যান্ড। শেষ ম্যাচেও তার থাকাটা নিশ্চিত। বক্সিং ডে টেস্টে রেকর্ড গড়ে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ জয়ে সহায়তা করে ইতিমধ্যেই নিজেকে চিনিয়েছেন বোল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সিডনি টেস্টে খাজার জোড়া সেঞ্চুরি

সিডনি টেস্টে খাজার জোড়া সেঞ্চুরি

স্ট্যাম্পে বল লেগেও নট আউট স্টোকস

স্ট্যাম্পে বল লেগেও নট আউট স্টোকস

ইংলিশদের হোয়াইটওয়াশের দৃষ্টিতে অস্ট্রেলিয়া

ইংলিশদের হোয়াইটওয়াশের দৃষ্টিতে অস্ট্রেলিয়া

অ্যাশেজের চতুর্থ টেস্টেও অনিশ্চিত হ্যাজলেউড

অ্যাশেজের চতুর্থ টেস্টেও অনিশ্চিত হ্যাজলেউড