ক্রাইস্টচার্চেও জয়ের জন্য খেলবো : তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ পিএম, ০৮ জানুয়ারি ২০২২
ক্রাইস্টচার্চেও জয়ের জন্য খেলবো : তাসকিন

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন পেসার তাসকিন আহমেদ। ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও জয়ের জন্য মাঠে নামবে টাইগাররা। ক্রাইস্টচার্চেও নিজেদের সেরা ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী টাইগার পেসার তাসকিন আহমেদ।

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রতিটা দিনই নিউজিল্যান্ডের উপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। আট উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চেও দ্বিতীয় টেস্ট জিততে চায় মমিনুল বাহিনী। ভালো খেলার জন্য সমর্থকদের কাছে সমর্থন এবং দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

তিনি বলেন, ‘সবার মানসিকতা এবং প্রস্তুতি নিয়ে সবাই ভালো অবস্থানে আছি। আমরা আমাদের সেরাটা দিবো, অবশ্যই জয়ের জন্য খেলবো। আপনারা সবাই সমর্থন দিবেন-দোয়া করবেন, যাতে আমরা সেরাটা দিয়ে ভালো খেলতে পারি।’

শনিবার (৮ জানুয়ারি) ম্যাচের আগের দিন অনুশীলন করেছিল বাংলাদেশ দল। অনুশীলন সেশন বেশ ভালো হয়েছে বলে মনে করেন টাইগার পেসার তাসকিন। অবশ্য এর আগের দিন শুক্রবার (৭ জানুয়ারি) বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। মাঠের অনুশীলন না করলেও জিম করে দিন কাটিয়েছে তারা।

এ বিষয়ে তাসকিন বলেন, ‘গতকাল (শুক্রবার) বৃষ্টির জন্য আমাদের অনুশীলন সেশন হয়নি। কিন্তু আমরা ভালো জিম সেশন করেছি। আজকে অনুশীলন খুব ভালো ছিল।’

মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আছে বলে জানান তাসকিন। তবে অনুশীলনে আবহাওয়ার সাথে ভালোভাবে মানিয়ে নিচ্ছেন বলে জানান তিনি।

বলেন, ‘আবহাওয়া একটু ভিন্ন। এখানে ঠান্ডা একটু বেশি এবং বেশি বাতাস।  আজকের ট্রেনিংয়ে যতটুকু পারছি, মানিয়ে নিছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-বরিশাল, প্লে-অফে রিজার্ভ ডে

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-বরিশাল, প্লে-অফে রিজার্ভ ডে

আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই, ভুল প্রমাণ হলো: সাকিব

আমরা চার-পাঁচজন ছাড়া খেলোয়াড় নেই, ভুল প্রমাণ হলো: সাকিব

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি

ক্রিকেটারদের জন্য সুজন একজন পজিটিভ মানুষ : মাশরাফি

ক্রিকেটারদের জন্য সুজন একজন পজিটিভ মানুষ : মাশরাফি