দুই বছর পর দলে ফিরে নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রেখেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। ট্রাভিস হেডের ইনজুরিতে দলে সুযোগ পেয়েই নিজেকে আবারও প্রমাণ করেছেন খাজা। তার সেঞ্চুরিতে ভর করেই অ্যাশেজের চতুর্থ টেস্টেও জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজের তৃতীয় টেস্টের পর করোনা আক্রান্ত হন অজি ব্যাটার ট্রাভিস হেড। তার বদলি হিসেবে চতুর্থ টেস্টের একাদশে সুযোগ পান উসমান খাজা। দীর্ঘ দুই বছর পর দলে ফেরেন তিনি। ফেরার ইনিংসেই করেন ক্যারিয়ারের ৯ম শতক।
দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ে সময় অস্ট্রেলিয়ার হাল ধরেন ক্যামেরুন গ্রিন এবং উসমান খাজা। রীতিমত ওয়ানডে মেজাজে খেলে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি।
শনিবার (৮ জানুয়ারি) ১৩১ বলে ম্যাচে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন উসমান খাজা। সেঞ্চুরির এ ইনিংসে ছিল ১০ চার এবং দুই ছক্কা। শেষ পর্যন্ত ১৩৮ বল খেলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।
উসমান খাজা সেঞ্চুরি পেলেও শতক বঞ্চিত হয়েছেন ক্যামেরুন হেড। ৭৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। শেষ পর্যন্ত দলীয় ২৬৫ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এ কারণেই আর খাজার ইনিংস বড় হয়নি।
অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে ২৪তম ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন উসমান খাজা। টেস্ট ইতিহাসের ৮৭তম এ ব্যাটার হিসেবে এ তালিকায় এসেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]