অ্যাশেজের প্রথম তিন টেস্ট হেরে ইতিমধ্যেই সিরিজ হার নিশ্চিত করেছে ইংল্যান্ড। সিডনিতে চতুর্থ টেস্ট চলাকালীন ইংলিশ ক্রিকেটারদের চোট নিয়ে শঙ্কা জেগেছে। এ কারণে সিরিজের মাঝ পথে দলে ডাক পেয়েছেন স্যাম বিলিংস।
সিডনি টেস্টের তৃতীয় দিনে হাতে চোট পেয়েছেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের আরেক উইকেটরক্ষক জস বাটলারেও হাতে রয়েছে চোটের সমস্যা। এ বিবেচনাতেই দলে ডাক পেয়েছেন স্যাম বিলিংস।
বিগব্যাশ খেলার সুবাদে আগে থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন স্যাম বিলিংসকে দলে ডেকেছে ইংল্যান্ড।
এছাড়া ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্দেশনা অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকা ক্রিকেটারদের দেশে ফেরা নির্দেশ দিয়েছে। সে কারণে বিগব্যাশের দল ছেড়েছেন তিনি। তবে এর আগেই অ্যাশেজে দলে ডাক পাওয়ায় দেশে না ফিরে ইংল্যান্ডে দলের সাথে যোগ দিচ্ছেন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে প্রায় নিয়মিতই জাতীয় দলের জার্সিতে দেখা গেলেও সাদা পোশাকের ক্রিকেটে এখনও নিজের অভিষেক ম্যাচ খেলেননি স্যাম বিলিংস।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৪ ম্যাচ খেলে ৩৪ গড়ে ৩,৩২৭ রান করেছেন তিনি। এছাড়াও উইকেটের পিছনে দাঁড়িয়ে ১৮৪ ডিসমিসাল করেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]