বিশ্বজুড়ে বেড়েছে করোনাভাইরাসের প্রভাব। ক্রিকেটেও দেখা দিয়েছে এর প্রভাব। কিছুদিন ভারতের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট বাতিল করতে বাধ্য হয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম নিয়েও শঙ্কা জেগেছে।
চলতি জানুয়ারিতেই মেগা নিলাম আয়োজনের চিন্তা ভাবনা করেছিল বিসিসিআই। কিন্ত আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তা ১২ এবং ১৩ ফেব্রুয়ারিতে আয়োজিত হতো বলে জানিয়েছিল বিভিন্ন গণমাধ্যম।
তবে সেই নির্ধারিত সময়ে আয়োজিত হবে না আইপিএলের মেগা নিলাম। পিছিয়ে যেতে পারে দিন দশেক সময়। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিসিসিআই।
আগে জানা গিয়েছিল ব্যাঙ্গালুরুতে আয়োজিত হবে আইপিএলের মেগা নিলাম। তবে ভেন্যু পরিবর্তন করে তা চেন্নাইতে আয়োজন করা হতে পারে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সরকারি নিয়ম-নীতি মেনেই আইপিএলের মেগা নিলাম আয়োজিত হবে বলে জানিয়েছে বিসিসিআই কর্তৃপক্ষ।
আইপিএলের ১৫ তম ভারতের মাটিতে আয়োজন করতে বদ্ধ পরিকর বিসিসিআই। তবে ভারতের করোনা পরিস্থিতি বেশ খারাপের দিকে যাওয়ায় কোথায় আইপিএল আয়োজিত হবে তা এখনই বলতে পারছে না বিসিসিআই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]