প্রোটিয়াবধের জন্য প্রস্তুত রুমানারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৫ এপ্রিল ২০১৮
প্রোটিয়াবধের জন্য প্রস্তুত রুমানারা

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশ নিতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এ লক্ষ্যে অধিনায়ক রুমানা আহমদের নেতৃত্বে ৩০ সদস্যের বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল গত বৃহস্পতিবার সিলেটে পৌঁছেছে। সিলেটে গিয়েই শুক্রবার মনোরোম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তারা। সিলেটে চলমান এই প্রশিক্ষণ ক্যাম্প চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত।

সিলেটে অনুশীলন পর্ব শেষ করে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওই সিরিজের পরই শুরু হবে এশিয়া কাপ। এছাড়া চলতি বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে জুলাইয়ে নেদারল্যান্ডসে হবে বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপের বাছাইপর্ব টপকে মূল পর্বের টিকিট কাটতে হবে বাংলাদেশ নারী দলকে। প্রস্তুতির যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য দীর্ঘ পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিশ্বকাপ বাছাইপর্বের আগে আয়ারল্যান্ড সফর করবে সালমা, জাহানারা, হ্যাপীরা।

চলতি বছরে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। তবে, দেশের মাটিতে বিভাগীয় দলগুলোর জাতীয় টি-২০ টুর্নামেন্ট ও রুপালি ব্যাংক প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে খেলেছে তারা। এবার লক্ষ্য আন্তর্জাতিক সফরে ভালো খেলা। এটাই এই ক্যাম্পের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর, এই ক্যাম্প থেকেই আগামী দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণ দল ঘোষণা করবে বিসিবি।

সব মিলিয়ে সামনে বেশ কিছু বড় আসরকে ঘিরে এই ক্যাম্পকে গুরুত্ব সহকারে দেখছেন খেলোয়াড় এবং নীতিনির্ধারকরা।

বাংলাদেশ দলের তারকা বোলার হ্যাপি আলম বলেন, দীর্ঘদিন পর আন্তর্জাতিক সফরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এই সফরটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য, কঠোর প্রস্তুতি নিচ্ছেন তারা। দলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের কিছুটা দুর্বলতা আছে। সেই দুর্বলতা কাটাতেই সিলেটে চলছে কঠোর অনুশীলন। আশা করি, এই অনুশীলনের মাধ্যমে আমরা ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ওঠতে পারবো। নিজেদের সেরা খেলা খেলতে পারলে দক্ষিণ আফ্রিকা সফরে ভালো ফলাফল করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুশীলনে যোগ দেয়া ৩০ সদস্যের দল :
জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, লিলি রানি, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজিম, জান্নাতুল ফেরদৌস সুমানা, শারমিন সুলতানা, সোবহানা, সালমা খাতুন, সানজিদা ইসলাম, লতা মন্ডল, শায়লা শারমিন, মুর্শেদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, শাইমা সুলতানা, রিতু মনি, সুবর্ণা ইসলাম, পূজা চক্রবর্তী, সুলতানা খাতুন, শানু আক্তার, রুপা রায়, সাবেকুন নাহার, তাজিয়া আক্তার, হ্যাপি আলম।



শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজদের হারিয়ে দিল ব্রাভো

মোস্তাফিজদের হারিয়ে দিল ব্রাভো

আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলছেন মোস্তাফিজ

আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলছেন মোস্তাফিজ

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে