উইন্ডিজের নতুন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
উইন্ডিজের নতুন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স

ওয়েস্ট ইন্ডিজের নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন সাবেক কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ডেসমন্ড হেইন্স। তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২০২৪ সাল পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি।

বছর শেষ হওয়ার সাথে সাথে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পারের মেয়াদ। এরপর তার সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। হার্পারের স্থলাভিষিক্ত হচ্ছেন তারই সতীর্থ ডেসমন্ড হেইন্স। ২০২৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন ৬৫ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার।

১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজারের বেশি রান করেছেন ডেসমন্ড হেইন্স। খেলোয়াড়ি জীবনে গর্ডন গ্রিনিজের সাথে মিলে গড়ে তুলেছেন দারুণ এক ওপেনিং জুটি। 

ক্যারিয়ারকে বিদায় জানানোর পর দীর্ঘদিন ক্রিকেটের সাথে সম্পৃক্ত না থাকলেও ২০১৯ সালে গুঞ্জন উঠেছিল ওয়েস্ট ইন্ডিজে হেড কোচ হবেন হেইন্স। পরে অবশ্য এ দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্স।

দায়িত্ব পেয়ে ডেসমন্ড হেইন্স বলেন, ‘আবারও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেবা করার সুযোগের জন্য ধন্যবাদ দিতে চাই প্রেসিডেন্স রিকি স্কেরিট ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে। নির্বাচকের কাজে প্রশংসা মেলে কম, তবে ক্রিকেট সিস্টেমে এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমি এই দায়িত্ব পেয়ে সম্মানিত।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবিয় সফরে ইংলিশদের হেড কোচ কলিংউড

ক্যারিবিয় সফরে ইংলিশদের হেড কোচ কলিংউড

অভিষেকেই ইনজুরিতে পড়ে হাসপাতালে সোলজানো

অভিষেকেই ইনজুরিতে পড়ে হাসপাতালে সোলজানো

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

শরীর যতদিন চায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন ব্রাভো

শরীর যতদিন চায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন ব্রাভো