টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে ওয়ানডে থেকে সাময়িকভাবে বিরতি নিচ্ছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। ওয়ানডে ক্রিকেট থেকে সাময়িক বিরতির বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) চিঠি দিয়েছেন তিনি।
জাতীয় দলের হয়ে অভিজ্ঞতা খুব বেশি না হলেও বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগগুলোতে নিজের জাত চিনিয়েছন নাভিন উল হক। বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগেই নিয়মিতই খেলছেন তিনি। এবার জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ মনযোগ দিতে চান তিনি।
চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে নিজেকে পূর্ন প্রস্তুত করতে চান। এ কারণেই সাময়িকভাবে ওয়ানডে ক্রিকেটে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ সিদ্ধান্তের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে সিরিজে থাকবেন না তিনি।
২০১৬ সালে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নাভিন উল হক। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি খেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ম্যাচ খেলে ৩২ উইকেট শিকার করেছেন নাভিন উল হক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে খুলনা টাইগার্সে হয়ে খেলবেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]