তীব্র লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসর। এবারের আসরের শিরোপা জিতেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। পাঁচ দিনের ম্যাচে ফাইনালে বিসিবি সাউথ জোনকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
এ জয়ে পাঁচ মৌসুম পর শিরোপার স্বাদ নিলো ওয়ালটন সেন্ট্রাল জোন। এছাড়া এটা নিয়ে তৃতীয়বার শিরোপা জিতলো তারা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ হয় এ ফাইনাল ম্যাচ।
এ নজরে বিসিএলের রোল অব অনার
মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্স-আপ |
২০১২-১৩ | সেন্ট্রাল জোন | নর্থ জোন |
২০১৩-১৪ | সাউথ জোন | নর্থ জোন |
২০১৪-১৫ | সাউথ জোন | ইস্ট জোন |
২০১৫-১৬ | সেন্ট্রাল জোন | ইস্ট জোন |
২০১৬-১৭ | নর্থ জোন | সাউথ জোন |
২০১৭-১৮ | সাউথ জোন | নর্থ জোন |
২০১৮-১৯ | সাউথ জোন | ইস্ট জোন |
২০১৯-২০ | সাউথ জোন | ইস্ট জোন |
২০২০-২১ | পরিত্যক্ত | পরিত্যক্ত |
২০২১-২২ | সেন্ট্রাল জোন | সাউথ জোন |
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]