ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ আগেই। এরপর নিজেকে যুক্ত করেছেন ক্রিকেট কোচিংয়ে। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির সভাপতি হলেন দেশটির সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের অফিসিয়াল পেজে দেওয়া এক বিবৃতিতে পেশোয়ার জালমি এ তথ্য নিশ্চিত করেছে।
তারা জানায়, পিএসএলের সপ্তম আসরের জন্য কিংবদন্তি ইনজামাম উল হক পেশোয়ার জালমি সভাপতি হিসাবে নিয়োগ দিয়েছে।
পাকিস্তানের কিংবদন্তি এ খেলোয়াড়কে নিজেদের শিবিরে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বাসিত পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি।
তিনি বলেন, ‘ইনজামাম উল হক একজন কিংবদন্তি। তার অন্তর্ভুক্তিতে জালমির ক্রিকেটাররা উপকৃত হবে। আশা করি, তার থেকে ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে।’
এদিকে, এবারের আসরকে সামনে রেখে জার্সি উন্মোচন করেছে পেশোয়ার জালমি। জার্সিতে স্থান পেয়েছে পেশোয়ারের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং পাকিস্তানের জাতীয় প্রাণী মারখোর। আর স্থাপনাগুলোর মধ্যে আছে খাইবার পাখতুনখোয়া, ইসলামিয়া কলেজ, ঘণ্টাঘর পেশোয়ার, খাইবার পাস এবং কে টু।
২৭ জানুয়ারি করাচিতে শুরু হবে পিএসএলের সপ্তম আসর। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আরসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস এবং মুলতান সুলতানস।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]