জমজমাট লড়াইয়ের এক ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরের শিরোপা ঘরের তুলেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ফাইনালে বিসিবি সাউথ জোনের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে তারা।
শিরোপা জিততে ওয়ালটন সেন্ট্রাল জোনের সামনে লক্ষ্য ছিল ২৩২ রান। চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে সেন্ট্রাল জোন। তবে বিপদ আর বাড়তে দেননি অধিনায়ক শুভাগত হোম এবং উইকেটরক্ষক জাকের আলি অনিক।
পঞ্চম দিনের শুরুতেই দুইজন মিলে গড়ে তোলেন দারুণ প্রতিরোধ। তাদের ব্যাটে ভর করে জয় তুলে নেয় ওয়ালটন। দলকে চ্যাম্পিয়ন করার পথে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান অধিনায়ক শুভাগত। মূলত তার ব্যাটে ভর করেই চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন।
প্রথম ইনিংসে ব্যাট করে উইকেটরক্ষক জাকির হাসানের ১০৭ রানে ভর করে ৩৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় বিসিবি সাউথ জোন। প্রথম ইনিংসে ৩৮৭ রানের জবাবে মোহাম্মদ মিঠুনের দ্বিশতক (২০৬) এবং অধিনায়ক শুভাগতের শতকে (১১৬) রানে ভর করে স্কোরবোর্ডের ৪৩৮ রান সংগ্রহ করে সেন্ট্রাল জোন।
মিরপুরে বিসিএলের নবম ফাইনালে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পান মোহাম্মদ মিঠুন। এছাড়াও ফাইনালে ভালো করতে না পারলেও টুর্নামেন্ট জুড়েই ছন্দে ছিলেন জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার।
দ্বিতীয় ইনিংসে রিশাদ হোসেনের ৯৯ রানে ভর করে ২৬৮ রানের সংগ্রহ পায় সাউথ জোন। সেন্ট্রাল জোনের হয়ে পাঁচ উইকেট শিকার করেন পেসার আবু হায়দার রনি।
ম্যাচ জিততে সেন্ট্রাল জোনের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২১ রান। তবে চতুর্থ দিনের শেষ বিকেলে নেমে ৬৮ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসে সেন্ট্রাল জোন। এরপর দলের হাল ধরেন জাকির আলি অনিক এবং শুভাগত হোম। তাদের দুইজনের ব্যাটে ভর করেই শিরোপা নিশ্চিত করে সেন্ট্রাল জোন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]