ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর পরিবারের সাথে ছুটি কাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সাকিব আল হাসান। এ কারণে নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি নেন সাকিব। ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে দেশে ফেরেন সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন কর্তৃপক্ষ।
চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ওয়ানডে টুর্নামেন্টের পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেখানে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি।
এ দুই টুর্নামেন্টের খেলতেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফিরলেও কবে নাগাদ চলমান বিসিএলে দলের সাথে যোগ দিবেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (৯ জানুয়ারি) থেকে সিলেটে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণ। আগে থেকেই গুঞ্জন ছিল এ টুর্নামেন্টে খেলবেন তিনি। সেই গুঞ্জনকে সত্যি করেই দেশে ফিরেছেন তিনি।
এ বিষয়ে ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যানেজার মিলটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সাকিব আজ (বৃহস্পতিবার) দেশে ফিরেছে। তার সাথে কথা হয়েছে। কবে দলের সাথে যোগ দিবেন সেটা সে দ্রুতই জানাবে।’
সাকিব আল হাসান ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নিবেন ওপেনার তামিম ইকবাল, পেসার মোস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]