ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গ্রান্ট ফ্লাওয়ার। আন্তর্জাতিক দল ছেড়ে এবার পুরোপুরি ক্লাব ক্রিকেটে কোচিংয়ে মনযোগী হচ্ছেন তিনি।
কাউন্টি দল সাসেক্সের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জেসন সুইফট। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই দায়িত্ব থেকে সরে দাঁড়ান সুইফট। সে দায়িত্ব পেলেন গ্রান্ট ফ্লাওয়ার।
২০১০ সালে জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেন গ্রান্ট ফ্লাওয়ার। এরপর উপমহাদেশের দুই দল পাকিস্তান এবং শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।
২০২১ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের সাথে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার কাউন্টি দলের দায়িত্ব নিচ্ছেন তিনি।
১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত জিম্বাবুয়ে দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন গ্রান্ট ফ্লাওয়ার। এছাড়াও কাউন্টি ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন তিনি। কোচ হিসেব ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কাজ করারও অভিজ্ঞতা আছে তার। বিপিএলে রংপুর রাইডার্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]