হঠাৎই ক্রিকেটকে বিদায় বললেন রাজাপাকসে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২২
হঠাৎই ক্রিকেটকে বিদায় বললেন রাজাপাকসে

জাতীয় দলের হয়ে মাত্র দুই বছর খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকসে। মাত্র ৩০ বছর এবং ২৩ ম্যাচেই শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

বুধবার (৫ ডিসেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভানুকা রাজাপাকসে। কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

২০১৯ সালে পাকিস্তানে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ভানুকা রাজাপাকসে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত বেশ ভালোভাবেই চেনাতে শুরু করেছিলেন তিনি। এর মধ্যেই এলো তার বিদায়ের ঘোষণা।

১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২ হাফ-সেঞ্চুরিতে করেছেন ৩২০ রান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন দারুণ ছন্দে। করোনার প্রকোপের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার খুব সুযোগ না পেলেও নিজেকে বেশ ভালোভাবেই চিনিয়েছিলেন রাজাপাকসে।

এছাড়াও শ্রীলঙ্কার হয়ে ৫ ওয়ানডে খেলে ১০৪.৭০ স্ট্রাইক রেটে করেছেন ৮৯ রান। ঘরের মাঠে ২০২১ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে।

দুই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে পড়েছিলেন ভানুকা রাজাপাকসে। দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা পালন করছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টানা দ্বিতীয়বার লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো জাফনা

টানা দ্বিতীয়বার লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো জাফনা

শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দায়িত্বে জয়াবর্ধনে

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শুভ যাত্রা

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শুভ যাত্রা

অভিষেকেই ইনজুরিতে পড়ে হাসপাতালে সোলজানো

অভিষেকেই ইনজুরিতে পড়ে হাসপাতালে সোলজানো