মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে ৩৩তম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। শুধু তাই নয়, সব ফরম্যাট মিলিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ৫০তম জয় এটি।
দেশের মাটিতে নিয়মিত জয় পেলেও প্রতিপক্ষের মাঠে সবসময়ই জয় খরায় ভোগে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় ছেদ ঘটানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে প্রতিপক্ষের মাঠে ৫০তম জয় তুলে নিয়েছে টাইগাররা।
প্রতিপক্ষের মাঠে ৬০ টেস্ট খেলে ৬ বার ম্যাচ জিতেছে বাংলাদেশ। ৫০ হারের পাশাপাশি রয়েছে ৪ ড্র। প্রতিপক্ষের মাটিতে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ।
ওয়ানডেতে প্রতিপক্ষের মাটিতে ১৩০ বার মাঠে নেমেছিল বাংলাদেশ। সেখানে ৯৬ হারের বিপরীতে রয়েছে ৩১ জয়।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে নিয়মিত জয়ের দেখা পেতে শুরু করেছে বাংলাদেশ। এ ফরম্যাটে প্রতিপক্ষের মাঠে ৩৮ ম্যাচ খেলে ১৩ ম্যাচ জিতেছে টাইগাররা। বিপরীতে ২৪ ম্যাচ পেয়েছে হারের দেখা।
প্রতিপক্ষের মাঠে এখন পর্যন্ত ২২৮ ম্যাচ খেলে ৫০তম জয়ের দেখা পেল বাংলাদেশ। বিপরীতে হার ১৭০ টি। এছাড়াও ৪ টি করে ম্যাচ হয়েছে ড্র এবং পরিত্যক্ত।
প্রতিপক্ষের মাঠ বিবেচনায় না নিলে বিদেশের মাটিতে ৮১ টি জয় পেয়েছে বাংলাদেশ। নিরপেক্ষ এবং প্রতিপক্ষের মাঠ মিলিয়ে ৩৪১ ম্যাচ খেলে ২৪৯ ম্যাচে হারের দেখা পেয়েছে টাইগাররা। আর বাকি ১১ ম্যাচে আসেনি কোনো ফলাফল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]