বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করে টাইগাররা। দ্বিতীয় চক্রেও হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এ কারণেই নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেও পয়েন্ট টেবিলে সবার নিচে ছিল বাংলাদেশের নাম। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে হয়েছে অবস্থার পরিবর্তন।
নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্ট শেষে পয়েন্ট টেবিল হালনাগাদ করে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়। টেবিলের তলানি থেকে পাঁচ নম্বরে উঠে আসে টাইগাররা।
মাউন্ট মঙ্গানুইতে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করার পর মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক এবং লিটন দাসের ব্যাটে ১৩০ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ রানের লিড নিয়ে অলআউট হয় নিউজিল্যান্ড।
এ কারণেই ম্যাচ জিততে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। হাতে আট উইকেট রেখে ম্যাচ নিজেদের কব্জায় করে নেয় বাংলাদেশ। আর এতেই পয়েন্ট টেবিলের উন্নতি হয় মমিনুল বাহিনীর।
এ জয়ের পর বাংলাদেশের পকেটে যোগ হয়েছে ১২ পয়েন্ট। তিন ম্যাচ খেলে এক জয়ে বাংলাদেশের জয়ের হার ৩৩.৩৩ শতাংশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সবগুলোতেই জয় পেয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তাদের মোট পয়েন্ট ৩৬। দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ২৪। তিন এবং চার নম্বরে অবস্থান করছে যথাক্রমে পাকিস্তান এবং ভারত। দুই দলের পয়েন্ট যথাক্রমে ৩৬ এবং ৫৩। জয়ের হারে পিছিয়ে থাকায় বেশি পয়েন্ট পেয়েও চার নম্বরে ভারত। এর পরের অবস্থানেই আছে বাংলাদেশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও কোনো ম্যাচ না জেতায় এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]