করোনা আক্রান্ত গ্লেন ম্যাক্সওয়েল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২২
করোনা আক্রান্ত গ্লেন ম্যাক্সওয়েল

চারদিকে ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বাতাসের গতিতে। তাতে এবার আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিগ ব্যাশে তার দল মেলবোর্ন স্টারস।

সোমবার (৩ জানুয়ারি) তার দল মেলবোর্ন স্টারস মুখোমুখি হয়েছিলো প্রতিবেশী মেলবোর্ন রেনেগেডসের। ম্যাচের পর খেলোয়াড়দের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট নেয়া হয়। সেখানেই করোনা পজিটিভ চিহ্নিত হন স্টারস অধিনায়ক।

বর্তমানে আইসোলেশনে আছেন ম্যাক্সওয়েল। পরবর্তীতে তার পিসিআর টেস্ট করানো হবে । সেটার রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে তার দল।

মেলবোর্ন শিবিরে এর আগে ১২ জন খেলোয়াড় সহ ৮ জন স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন। যাদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ম্যাক্সওয়েল। এমন পরিস্থিতিতে শেষ দুই ম্যাচে মেলবোর্ন তাদের স্কোয়াডের নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই মাঠে নেমেছিলো।

তবে মেলবোর্নের জন্য সুখবর হলো, দুইদিন পরই সাতদিনের আইসোলেশন পর্ব শেষ করে দলে ফিরতে যাচ্ছেন নিয়মিত ১০ খেলোয়াড়। এদের মধ্যে আছেন অ্যাডাম জাম্পা, মার্কাস স্টোনিয়াস, কার্টার নিলের মতো নিয়মিত মুখ।

শুক্রবার (৭ জানুয়ারি) নিজেদের পরবর্তী ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মেলবোর্ন স্টারস। ম্যাক্সওয়েলের অনপুস্থিতিতে এই ম্যাচে দলকে কে নেতৃত্ব দিবেন তা এখনো জানা যায় নি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিবিএল থেকে অবসর নিলেন জনসন

বিবিএল থেকে অবসর নিলেন জনসন

বিবিএল অভিষেকেই দুর্দান্ত নেপালের লামিচান

বিবিএল অভিষেকেই দুর্দান্ত নেপালের লামিচান

এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দিল রিয়াল

এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দিল রিয়াল

নিউজিল্যান্ডের প্রথম নাকি ইংল্যান্ডের চতুর্থ

নিউজিল্যান্ডের প্রথম নাকি ইংল্যান্ডের চতুর্থ