সফলতার জন্য ধৈর্য্য ধরতে হয় : ইবাদাত হোসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ এএম, ০৫ জানুয়ারি ২০২২
সফলতার জন্য ধৈর্য্য ধরতে হয় : ইবাদাত হোসেন

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিদেশের মাটিতে ইতিহাস সৃস্টি করেছে বাংলাদেশ। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফাস্ট বোলার ইবাদত হোসেন। তার ৪৬ রানে ৬ উইকেটের সুবাদে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন কিউইদের ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা এমন জয়ে সবটা আলো এখন তার দিকেই। অথচ আলোর আগে অন্ধকারেই ছিলেন ইবাদত।

বাজে বোলিং গড় আর লাইন লেংথ বিভ্রান্তি নিয়ে চারদিক থেকে ধেঁয়ে আসছিলো সমালোচনার বাণ। তবে সেসব সামলে আপন মনে নিজের কাজটা করে গেছেন সিলেটের এই তরুণ। নিজেকে তৈরী করেছেন নতুনভাবে। তারই ফল পেয়েছেন নিউজিল্যান্ডের মাটিতে।

ইবাদত বলেন, ‘সর্বশেষ দুই বছর আমি বোলিং কোচ ওটিস গিবসনের সাথে কাজ করেছি। ঘরের মাটিতে সবসময় ফ্লাট উইকেট থাকে। আমাদের লক্ষ্য ছিলো বিদেশের মাটিতে কিভাবে ভালো করা যায়। আমরা এখনো এই বিষয়টা নিয়ে কাজ করছি। আমি স্ট্যাম্প বরাবর বল করার চেষ্টা করে যাচ্ছি। সাফল্যের জন্য ধৈর্য্য ধরে ছিলাম।’

ম্যাচের পঞ্চম দিনে উইকেটে ছিলেন কিউইদের অন্যতম ভরসা রস টেইলর। তার লক্ষ্য ছিলো টার্গেটটা আরো বাড়ানো। কিন্তু দিনের শুরুতেই তাকে তুলে নিয়ে আসল কাজটা করেন ইবাদতই। তবে এমন জয়ে সতীর্থদের কৃতিত্ব দিতে ভুললেন না এই গতি তারকা। সেই সঙ্গে স্বপ্ন দেখছেন আগামী প্রজন্ম নিয়েও।

ম্যাচ ব্জয়ের নায়ক বলেন, ‘এই টেস্ট জেতার জন্য আমি প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ২১ বছরে আমরা নিউজিল্যান্ডের মাটিতে জিততে পারিনি। আমরা এই সময়ের জন্য একটা লক্ষ্য ঠিক করেছিলাম। ঠিক সময়ে আমরা হাত তুলতে পেরেছি। আমরা বেশ আত্মবিশ্বাসী ছিলাম। নিজেদের মধ্যে কথা বলেছিলাম যে, নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাবো। আমরা পেরেছি। আমাদের পরবর্তী প্রজন্মও এই কাজটা করবে।’

ম্যাচের সবচেয়ে সুন্দর মুহুর্তগুলো ছিলো আর্মি স্টাইলে ইবাদতের স্যালুট। একদম পারফেক্ট স্টাইলে স্যালুট দিতে পারার কথা বলতে গিয়ে জানালেন তার পেশাদারি জীবনের কথা।।পেশাদারি জীবনে তিনি একজন বিমান সৈনিক।

ইবাদত বলেন, ‘আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সৈনিক। তাই আমি জানি কিভাবে স্যালুট করতে হয়। ভলিবল খেলোয়াড় থেকে ক্রিকেটে আসার খুব লম্বা এক গল্প এটা। আমি ক্রিকেটে বাংলাদেশ এবং বাংলাদেশ বিমানবাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করাটা খুব উপভোগ করছি।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেনশনে রাতে ঘুমাতে পারেননি মমিনুল হক

টেনশনে রাতে ঘুমাতে পারেননি মমিনুল হক

নিউজিল্যান্ডে ব্যাটারদের দৃঢ়তায় রেকর্ড বইয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডে ব্যাটারদের দৃঢ়তায় রেকর্ড বইয়ে বাংলাদেশ

৪৭ টেস্ট অপেক্ষার পর বাংলাদেশি পেসারের ফাইফার

৪৭ টেস্ট অপেক্ষার পর বাংলাদেশি পেসারের ফাইফার

লিটনের ব্যাটিং শৈলিতে মুগ্ধ হার্শা ভোগলে

লিটনের ব্যাটিং শৈলিতে মুগ্ধ হার্শা ভোগলে