আয়ারল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন কোচ গ্রাহাম ফোর্ড। তার স্থলাভিষিক্ত হচ্ছেন হেনরিখ মালান। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।
তিন বছরের চুক্তিতে আয়ারল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন হেনরিখ মালান। জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকলেও নিউজিল্যান্ডের ঘরোয়া লিগে সফলতার সাথে কাজ করেছিলেন তিনি।
নিউজিল্যান্ড ঘরোয়া লিগের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রধান কোচ হিসেবে ছয় বছর কাজ করেছিলেন। এর পরে অকল্যান্ড এসেসের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
শুধু নিউজিল্যান্ড নয়, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কাজ করেছেন হেনরিখ মালান। মোটামুটি অভিজ্ঞ কোচ হিসেবেই আয়ারল্যান্ড দলের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি।
হেনরিখ মালানের আগে আয়ারল্যান্ড জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্রাহাম ফোর্ড। ২০২১ সালের নভেম্বরে আয়ারল্যান্ড দলের হেড কোচের দায়িত্ব ছেড়ে দেন। এর আগে চার বছর আয়ারল্যান্ড দলের দায়িত্ব পালন করেছেন তিনি।
আয়ারল্যান্ড দলে দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘আয়ারল্যান্ড পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়া খুবই সম্মানের। আমাদের একটি সম্ভাবনাময় দল আছে, তারা প্রমাণ করেছে যে, বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে লড়াই করার ক্ষমতা রাখে। এটা একটা চ্যালেঞ্জ এবং আমরা পরিবার হিসেবে তা গ্রহণ করতে চাই।’
ফোর্ডের অধীনে নিয়মিতই সাফল্য পেয়েছে আয়ারল্যান্ড। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আয়ারল্যান্ডের দায়িত্বে ছিলেন গ্রাহাম ফোর্ড।
এ বিষয়ে তিনি বলেন, ‘গ্রাহাম ফোর্ডকে কৃতিত্ব দিতে হবে। সে গত চার বছরে দুর্দান্ত কাজ করেছে। আমাদের ভালো কিছু ক্রিকেটার আছে, আমি বিশ্বাস করি যে, আমরা এগিয়ে যেতে পারব।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]