কমনওয়েলথ গেমস বাছাইপর্বে টাইগ্রেসদের সাতদিনের কোয়ারেন্টাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
কমনওয়েলথ গেমস বাছাইপর্বে টাইগ্রেসদের সাতদিনের কোয়ারেন্টাইন

২০২২ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে আরও একটি বাছাইপর্বের চ্যালেঞ্জ। নতুন বছরে নতুন মিশনে সালমা খাতুনের নেতৃত্বে মাঠে নামবে টি-টোয়েন্টি দল।

কমনওয়েলথ গেমস বাছাইপর্ব খেলতে ৮ জানুয়ারি রাতের ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাবে টিম টাইগ্রেস। আসরের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ জানুয়ারি। বিসিবি সূত্রে জানা গেছে কুয়ালালামপুর পৌঁছে সাত দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিন করতে হবে পুরো দলকে।

পাঁচ দলের বাছাইপর্বে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাকি তিন দল হলো স্কটল্যান্ড, কেনিয়া ও স্বাগতিক মালয়েশিয়া।

পাঁচটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার। ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ডে বসবে আসরটি। মূল আসরে লড়বে আট দল।

স্বাগতিক ইংল্যান্ডসহ টি-টুয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী সাত দলের অংশগ্রহণ চূড়ান্ত হয়ে গেছে আগেই। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে গ্রুপিং। ‘এ’ গ্রুপের চার দল-অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ভারত, পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার সঙ্গী হবে বাছাইপর্ব থেকে আসা দলটি।

বাছাইয়ে অংশ নিতে যাওয়ার আগে মিরপুরে চলছে বাংলাদেশ নারী দলের অনুশীলন ক্যাম্প। মঙ্গলবার একাডেমি মাঠে ব্যাট-বলের অনুশীলন শেষে টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘আমাদের যে দল, আমি অন্তত দলের প্রতি ভরসা রাখি যে আমরা ভালো করবো এবং এই টুর্নামেন্টে অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসব। এটাই আমাদের সবার লক্ষ্য।  আশা করি আমরা পারব, আমাদের সেই সক্ষমতা আছে।’

বিদেশ সফরের আগে প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন দলের সবাই। কুয়ালালামপুরের বিমানে চড়ার দুই দিন আগে আরও একটি পরীক্ষা হবে। তারপরই চূড়ান্ত করা হবে মূল স্কোয়াড।  ক্যাম্পে অংশ নিয়েছেন ২০ ক্রিকেটার।



শেয়ার করুন :


আরও পড়ুন

নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে ৩৩ শতাংশ

নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে ৩৩ শতাংশ

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা