কোভিড আক্রান্ত জিম্বাবুয়ে যুব দলের চার ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
কোভিড আক্রান্ত জিম্বাবুয়ে যুব দলের চার ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের এবারের আসর। এ আসরের আগে হানা দিয়েছে করোনভাইরাস। জিম্বাবুয়ে যুব দলের চার ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে সেলফ-আইসোলেশনে আছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজে করানো আরটি-পিসিআর টেস্টে কোভিড পজেটিভ হন জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দলের চার ক্রিকেটার। সোমবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, করোনা আক্রান্ত ক্রিকেটাররা সবাই ভালো আছে। তাদের শরীর করোনা কোনো উপসর্গ নেই।

আইসোলেশন শেষে সেন্ট কিটস এন্ড নেভিসে দলের সাথ যোগ দিবেন ক্রিকেটাররা। এর আগে তাদেরকে আবারও করোনা টেস্ট করানো হবে। 

যুব বিশ্বকাপ শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ের যুবারা। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে কানাডা এবং বাংলাদেশ।

চলতি বছরের ১৬ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান এবং পাপুয়া নিউগিনি।

দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে হওয়া সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপে ধরে রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশ দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বছরের শুরুতেই শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে

বছরের শুরুতেই শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ

জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

জিম্বাবুয়ের ক্রিকেট প্রশাসনে জার্ভিস-চিগাম্বুরা

জিম্বাবুয়ের ক্রিকেট প্রশাসনে জার্ভিস-চিগাম্বুরা