ক্রিকেটের তিন ফরম্যাটের সবগুলোর আন্তর্জাতিক আয়োজনে আর দেখা যাবে না পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে। তবে বিদায় বেলায় জানিয়ে গেলেন ভিন্ন তথ্য। লাহোরে আয়োজিত প্রেস কনফারেন্সে পাকিস্তানের এ ক্রিকেটার বলেন, দুর্নীতিগ্রস্ত কোন ক্রিকেটারকে দেশের জার্সি গায়ে খেলতে দেওয়া উচিত নয়।
হাফিজ বলেন, ‘আমার এবং আজাহার আলির জন্য ব্যাপারটা খুব হতাশার ছিল, যখন আমরা এই বিষয়টার (দুর্নীতি) বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। কিন্তু তখনকার বোর্ড প্রধান সরাসরি বলে দিলেন, আমরা যদি খেলতে না চাই তবে ভালো। কিন্তু তারা (দুর্নীতিগ্রস্ত খেলোয়াড়রা) খেলবে।’
২০১৯ বিশ্বকাপ থেকেই অবসরের কথা চিন্তা করেছিলেন হাফিজ। তার সাথে একই চিন্তা ছিল শোয়েব মালিকেরও। কিন্তু পরিবার ও ভক্তদের কথায় এতদিন খেলা চালিয়ে গেছেন।
পাকিস্তানের অন্যতম সেরা এ খেলোয়াড় বলেন, ‘আমি ২০১৯ বিশ্বকাপ থেকেই আমার অবসর নিয়ে চিন্তা করেছিলাম। কিন্তু আমার স্ত্রী এবং শুভাকাঙ্খীরা আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে বলেছিলেন।’
একটা সময় শেষে সবাইকেই অবসর নিতে হয়। সেই সময়টা নিজ থেকে উপলব্ধি করে সরে যাওয়া ভালো বলেই মনে করেন হাফিজ।
তিনি বলেন, ‘আমি এ সিদ্ধান্ত (অবসর) নিয়েছি যাতে অন্যরা আমাকে অনুসরণ করে ঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারে। খেলোয়াড়দের একেবারে ঠিক সময়ে সম্মানের সাথে অবসরে যাওয়া উচিত।’
পাকিস্তান জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলেছেন হাফিজ। তিন ফরম্যাট মিলিয়ে তিন শতাধিক ম্যাচ খেলে রান করেছেন ১২ হাজারেরও অধিক। এছাড়া বল হাতে উইকেট নিয়েছেন তিন শতাধিকের উপর।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]