ঘরের মাঠে তাসমান পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ মঞ্চে পা রেখেছিল বাংলাদেশ। তবে দেশবাসীকে হতাশ করেছে টাইগাররা। বিশ্বমঞ্চে খারাপ পারফর্মেন্সের রহস্য উদঘাটনে তৈরি করা হয়েছিল তদন্ত কমিটি। কমিটির রিপোর্ট জমা দেওয়া শেষ, এখন ফলাফল জানার অপেক্ষা। কমিটির সদস্য জালাল ইউনুস জানালেন, বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজে পাওয়া গেছে।
বিশ্বকাপ মিশন শেষে ২০২১ সালের ৯ নভেম্বর বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে দুই সদস্যের রিভিউ কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ খোঁজার দায়িত্ব পেয়েছিলেন বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস এবং এনায়েত হোসেন সিরাজ।
কমিটি গঠন করার সময় জানানো হয়নি কতদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। তবে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে রিভিউ কমিটি। তবে এখনও এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে সরাসরি কিছু বলতে রাজি নন কমিটির সদস্য জালাল ইউনুস।
সোমবার (৩ জানুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কিছু সমস্যা খুঁজে পাওয়া গেছে। অবশ্য এর জন্য দলের নির্দিষ্ট কাউকে দায় দিতে নারাজ তিনি।
বলেন, ‘দুই একটা হালকা এলার্মিং তো আছেই। পুরো দল নিয়েই আছে। আমি কারো নাম বলবো না। কোচ-খেলোয়াড়-টিম ম্যানেজমেন্ট সবার ইস্যু আছে।’
তবে সমস্যাগুলো বেশ ভালোভাবেই সমাধান করা যাবে বলে জানিয়েছেন বর্তমানে বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পালন করা এ পরিচালক।
তিনি বলেন, ‘(সমস্যাগুলো) এমন না যে সমাধান করা যাবে না। এগুলো সহজেই সমাধান করা যাবে। এগুলো (সমাধান) করলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে।’
প্রতিবেদন জমা দেওয়া হলেও এখনই সংবাদ মাধ্যমের সাথে এ বিষয়ে কিছু বলতে নারাজ বিসিবি পরিচালক জালাল ইউনুস। তিনি বলেন, ‘পরবর্তী বোর্ড সভায় এটা (তদন্ত প্রতিবেদন) নিয়ে কথা হবে। যদি বোর্ড অনুমোদন দিয়ে দেয়, আপনাদেরকে জানাবো।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]