নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশে রেকর্ড বরাবরই খারাপ। শুধু খারাপ নয়, একটি বাদে সবগুলো টেস্টেই কিউইদের সামনে অসহায় আত্মসমার্পণ করেছে বাংলাদেশ। তবে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে নতুন বল সবসময়ই ওপেনারদের জন্য চ্যালেঞ্জের বিষয়। সে পরীক্ষায় লেটার মার্কস পেয়েই পাশ করেছে বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম।
পরীক্ষায় উতরে গেলেও ইনিংস বড় করতে পারেননি সাদমান ইসলাম। কিন্তু সাদমানের পথে হাঁটেননি মাহমুদুল হাসান জয়। সেঞ্চুরির আক্ষেপ থাকলেও ইনিংসকে বড় করেছেন।
ইনিংসের শুরুর দিকে নিজের নতুন বলকে দ্রুত পুরোনো করার দিকে মনযোগী ছিলেন বলে জানান জয়। তিনি বলেন, ‘ব্যাটিংয়ের শুরুর দিকে আমার আর সাদমান ভাইয়ের প্ল্যান ছিল কিভাবে নতুন বলটাকে পুরান করা যায় আর বল বাই বল খেলবো।’
বাংলাদেশের দুই ওপেনার দ্রুত রান তোলা কিংবা বড় লক্ষ্য নিয়ে মাঠে নামেননি বলেও জানান মাহমুদুল। ‘আমরা যদি বেশি চিন্তা করি তাহলে ওইটা সাকসেস নাও হইতে পারি। কিন্তু বল বাই বল খেললে সাকসেস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আমাদের জুটিটা ভালোই হয়’- বলে মাহমুদুল হাসান জয়।
বিশ্বজুড়ে নিউজিল্যান্ডের পেস আক্রমণের রয়েছে বেশ খ্যাতি। তবে তাদেরকে বেশ ভালোভাবে সামলেছে টাইগাররা। বোলার নামে নয়, বরং বল বুঝে খেলার চেষ্টা ছিল বলে জানান জয়।
বলেন, ‘চেষ্টা করেছি আমি আমার নরমাল খেলাটাই খেলবো। আমি আসলে নামের দিক দেখে খেলি নাই। বল দেখে খেলার চেষ্টা করছি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার উদ্দেশ্যে বেশ আগে ভাগেই তাসমান পাড়ের দেশটিতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে খেলেছিল একটি প্রস্তুতি ম্যাচ। সেটি নিজেদের জন্য উপকার হয়েছে বলে জানান মাহমুদুল।
জয় বলেন, ‘আমি জাস্ট আমার নরমাল গেম খেলার চেষ্টা করেছি। অনুশীলন সেশনগুলো আমাদের বেশ ভালো কাজে দেয়। আমরা একটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাই, ওইখানে আমি মোটামুটি ভালোই করি। এখান থেকেই আসলে আত্মবিশ্বাস পাইছি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]