সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে ১১৩ রানের ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এমন হারে চারদিকে সমালোচনার বদলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাশে পাচ্ছে তাদের দেশের সাবেক ক্রিকেটারদের। প্রোটিয়াদের পাশে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার হাশিম আমলা। তার বিশ্বাস, পরের টেস্টেই জোহানেসবার্গে ঘুরে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা।
হাশিম আমলা প্রোটিয়া দলকে সমর্থন দিয়ে বলেন, ‘এটা একটা সুন্দর ম্যাচ ছিলো। দিন যত যায় সেঞ্চুরিয়ানে ব্যাট করা ততই কঠিন হয়ে পড়ে। যে কারণে ভারত আগে ব্যাট করে ৩০০’র বেশি রান করে ফেলেছে। যেটা পরে প্রোটিয়া ব্যাটারদের জন্যে কঠিন ছিলো।’
পিচের অবস্থা নিয়ে কথা বললেও ভারতের বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি আমলা। ভূয়সী প্রশংসা করলেন সামি, বুমরাহ, আশ্বিনদের। তাদের কারণে ভারত এগিয়ে গেছে বলে মনে করেন তিনি।
আমলা বলেন, ‘তারা গত দুই বছর ধরে বেশ উন্নতি করেছে। শক্তিশালী হয়ে উঠেছে। তাদের বেশ অভিজ্ঞতা আছে। যেটা সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে। তাদেরকে ব্যাক আপ দেয়ার মতো বোর্ডে যথেষ্ট রানও ছিলো। এতে তাদের কাজটা সহজ হয়ে গেছে।’
হার তো হারই। আমলা সে সব নিয়ে না ভেবে পরবর্তী ম্যাচের জন্য ভাবতে বলেন। তিনি বলেন, ‘এখানে ভুলগুলো শুধরে ফিরে আসার সুযোগ আছে। মিডল অর্ডারে আমাদের সেরা দুই ব্যাটার টেম্বা এবং কুইন্টন। কুইন্টন টেস্ট থেকে অবসরে গেছে। তিন বা চারজন আছে যারা সহজেই কুইন্টনের জায়গা পূরণ করে ফেলতে পারবে। ডিন (এলগার) এবং এইডেন (মার্করাম) ক্ল্যাসিক খেলোয়াড়। তারা ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারবে।’
পরের ম্যাচে ভালো করতে তরুনদের জন্যে পরামর্শ দিয়েছেনে এক সময়ের দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটার। আমলা বলেন, ‘আসলে এটা স্নায়ু এবং আত্মবিশ্বাসের খেলা। তরুণদের জন্য পরামর্শ থাকবে এগুলো ধরে রাখার। তা হলেই সফলতা আসবে।’
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি সোমবার (৩ জানুয়ারি) থেকে জোহানেসবার্গের ইম্পেরিয়াল ওয়ান্ডার্সে শুরু হবে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]