এনামুল বিজয়ের ২৪ রানের ‘আক্ষেপ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০২ জানুয়ারি ২০২২
এনামুল বিজয়ের ২৪ রানের ‘আক্ষেপ’

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে মুখোমুখি হয়েছে বিসিবি সাউথ জোন এবং ওয়ালটন সেন্ট্রাল জোন। এ ম্যাচে সাউথ জোনের হয়ে দারুণ শুরু করেও ৭৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার ব্যাটার এনামুল হক বিজয়। ২৪ রানের ব্যবধানে সেঞ্চুরি মিস করেছেন তিনি।

এবারের বিসিএলে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন না এনামুল হক বিজয়। তবে ফাইনালে এসে তার ব্যাটে ভর করে বড় রান করার দিকে ছুটছিলো বিসিবি সাউথ জোন। তবে ৭৬ রানে কাটা পড়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

রোববার (২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বিসিবি সাউথ জোন। শুরুতেই সাউথ জোনের ওপেনার পিনাক ঘোষকে সাথে নিয়ে বড় ইনিংস গড়ার পথে এগিয়ে যাচ্ছিলেন এনামুল হক বিজয়।

পিনাক ঘোষ এবং এনামুল হক বিজয় মিলে গড়ে তোলেন ১৫৩ রানের জুটি। ১৬১ রানে ৬৫ রান করে পিনাক ফিরলে ভাঙে তাদের এ জুটি। পরে অমিত হাসান এবং তৌহিদ হৃদয়কে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এনামুল বিজয়।

তবে দুইজনের কেউই তাকে দিতে পারেননি যোগ্য সঙ্গ। পরে এ দুইজনের পথ ধরেন বিজয় নিজেও। ব্যক্তিগত ৭৬ রানের মাথায় হাসান মুরাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এতেই সেঞ্চুরি থেকে ২৪ রান আগে থাকতেই ফেরেন তিনি।

এবারের বিসিএলের গ্রুপ পর্বে চার ইনিংসে ব্যাট করে ৩৩.৫ গড়ে করেছিলেন ১৩৪ রান। সর্বোচ্চ ৮৮ রান করেছিলেন তিনি। এবারের বিসিএলের গ্রুপ পর্বে একটি মাত্রই হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের ব্যাটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শান্ত

জয়ের ব্যাটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শান্ত

নিজেকে মানিয়ে নিয়েছে জয় : মিরাজ

নিজেকে মানিয়ে নিয়েছে জয় : মিরাজ

অভিজ্ঞতায় ভরপুর বিপিএলের ঢাকা ফ্রাঞ্চাইজি

অভিজ্ঞতায় ভরপুর বিপিএলের ঢাকা ফ্রাঞ্চাইজি

দেশের প্রথম টেস্ট ব্যাটার হিসেবে রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক

দেশের প্রথম টেস্ট ব্যাটার হিসেবে রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক