টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। পরিবারকে আরও বেশি সময় দেওয়ার উদ্দেশ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এ প্রোটিয়া তারকা। তবে তার এ বিদায়ে হতাশা প্রকাশ করেছেন ইংলিশ ব্যাটার জশ বাটলার। তিনি জানান, সাদা পোশাকে ডি কককে মিস করবে ক্রিকেট।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আনুষ্ঠানিক এক বিবৃতিতে নিজের অবসরের ঘোষণা দেন কুইন্টন ডি কক। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, নিজের পরিবারকে আরও বেশি সময় দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে ডি ককের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বাটলার। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্রিকেট বিশ্ব সাদা পোশাকে ডি কককে অনেক বেশি মিস করবে। তার এ অনুপস্থিতি মেনে নেওয়া কঠিন।
বাটলার বলেন, ‘ কুইন্টন ডি ককের এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি তার সিদ্ধান্তে আশাহত। টেস্টে তাকে ব্যাটিং এবং উইকেটের পিছনে দাঁড়ানো দেখতে না পারাটা আমার জন্য হতাশাজনক।’
চলমান অ্যাশেজে পাঁচ ম্যাচের প্রথম তিন টেস্টে হেরে ইতিমধ্যেই সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। এ নিয়েও বেশ হতাশ ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জশ বাটলার।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বেশ খারাপ খেলেছি। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে পরের দুই ম্যাচে ভালো খেলার জন্য মুখিয়ে আছি আমরা।’
অ্যাশেজে উইকেটের পিছনে দাঁড়িয়ে বেশ কয়েকটি ক্যাচ মিস করেছেন জশ বাটলার। উইকেটরক্ষক হিসেবে ক্যাচ মিস করাটাকে বেশ হতাশাজনক বলে মনে করেন তিনি।
বলেন, ‘ ক্যাচ মিস করাটা সবসময়ই হতাশাজনক। তবে উইকেটরক্ষক হিসেবে ক্যাচ মিস করা অনেক বেশি হতাশার। এটা নিয়ে অনেক বেশি কাজ করতে হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]