আইসোলেশনে করোনা আক্রান্ত ইংলিশ কোচ সিলভারউড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০২ জানুয়ারি ২০২২
আইসোলেশনে করোনা আক্রান্ত ইংলিশ কোচ সিলভারউড

চারদিকে মহামারি করোনার ছড়াছড়ি। করোনার তৃতীয় ধাপ ওমিক্রনের কবল থেকে রক্ষা পাচ্ছে না ক্রীড়াঙ্গনও। এরই ধারাবাহিকতায় অ্যাশেজের দ্বিতীয় টেস্টেই হানা দিয়েছিল করোনা। সে তালিকায় নতুন করে যুক্ত হলেন ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড।

খেলোয়াড়, নেট বোলার এবং ব্রডকাস্টারের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড। অবশ্য অ্যাশেজের তৃতীয় টেস্ট চলাকালীন তার পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ছিলেন তিনি। সেখানেই তার কোভিড-১৯ ফলাফল পজেটিভ এসেছে।

অ্যাশেজ শুরুর আগেই করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন সিলভারউড। তবে তাতেও শেষ রক্ষা হলো না। তাকেও করোনায় আক্রান্ত হতে হলো।

আইসোলেশনে করোনা পজেটিভ হওয়ায় সিলভারউডকে জানুয়ারির ৮ তারিখ পর্যন্ত দলের বাইরে থাকতে হবে। করোনা নেগেটিভ হওয়ার শর্তে ৮ জানুয়ারির পর দলের সাথে যোগ দিবেন তিনি।

করোনা পজিটিভ হওয়ায় সিডনিতে অ্যাশেজের চতুর্থ টেস্টে তাকে মাঠে পাবে না ইংল্যান্ড। তবে সিলভারউড আশা করছেন, করোনামুক্ত হয়ে হোবার্টে পঞ্চম টেস্টেই দলে ফিরবেন তিনি।

ইতিমধ্যেই সিরিজের প্রথম তিন টেস্টে হেরে অ্যাশেজ হার নিশ্চিত করেছে ইংল্যান্ড। শেষ দুই টেস্টে জয় পেতে মরিয়া হয়ে আছে তারা। এমন সময়ই করোনা আক্রান্ত হলেন ইংলিশদের হেড কোচ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশদের হোয়াইটওয়াশের দৃষ্টিতে অস্ট্রেলিয়া

ইংলিশদের হোয়াইটওয়াশের দৃষ্টিতে অস্ট্রেলিয়া

সিএ’র বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক করুনারত্নে

সিএ’র বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক করুনারত্নে

জয়ের ব্যাটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শান্ত

জয়ের ব্যাটিং নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শান্ত

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ