নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে ম্যাচের দ্বিতীয় দিনে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রথম দিনে বল হাতে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের এ রকম দারুণ পারফর্মেন্স জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপের মন কেড়েছে। যদিও তিনি বিশ্বাস করেন ম্যাচের তৃতীয় দিনে ঘুরে দাঁড়াবে কিউইরা।
দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে দারুণভাবে কিউই বোলারদের মোকাবিলা করেছেন বাংলাদেশের ব্যাটাররা। যদিও ওপেনার সাদমান ইসলাম সেট হয়েও নিজের স্কোর বড় করতে পারেননি। তবে সে পথে হাঁটেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই নিজের প্রথম অর্ধ শতক তুলে নিয়েছেন তিনি।
তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। তিনিও ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। এরপরে এক টুইট বার্তায় বাংলাদেশের প্রশংসা করেন ইয়ান বিশপ।
এই ক্যারিবিয়ান কিংবদন্তি তার টুইটারে বলেন, ‘কোনো ফলাফল আসবে কিনা এই ব্যাপারে নিশ্চয়তা নেই। তবে বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটে দারুণ লড়াকু দুটি দিন গেলো। যদিও নিউজিল্যান্ড তৃতীয় দিন আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে। দারুণ লড়াই।’
দ্বিতীয় দিনে বাংলাদেশ নয়, বেশি প্রশংসায় ভাসছেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১১ বল খেলে ৭০ রানে অপরাজিত আছেন তিনি। পুরো ইনিংসে মাত্র সাতবার বাউন্ডারি মেরেছেন তিনি। বাকি রান তিনি তুলে নিয়েছেন র্যানিং বিটুইন দ্য উইকেট থেকে।
পুরো ইনিংসে নেইল ওয়াগনবারের করা একের পর এক বাউন্সার দারুণভাবে সামলেছেন মাহমুদুল হাসান জয়। বুঝিয়ে দিচ্ছেন টেস্ট ক্রিকেটে টিকে থাকার জন্যই এসেছেন তিনি। শেষ পর্যন্ত ইনিংস কত বড় করতে পারেন সেটাই দেখার অপেক্ষা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টপ অর্ডার নিয়ে চলছে একের পর এক সমালোচনা। এর মধ্যেই মাহমুদুল হাসান এবং নাজমুল হাসান শান্ত প্রমান করলেন হারিয়ে যায়নি বাংলাদেশের ব্যাটিংয়ের টপ অর্ডার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]