জয়-শান্তর ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ এএম, ০২ জানুয়ারি ২০২২
জয়-শান্তর ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

জমে উঠেছে মাউন্ট মঙ্গানুই টেস্ট। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাট করতে নেমে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। শান্ত বিদায় নিলেও দেখিয়ে দিয়ে গেছেন বড় সংগ্রহের পথ।

প্রথম ইনিংসে কিউইদের ছুঁড়ে দেয়া ৩২৮ রানের জবাবে ভালোই শুরু করেছিলেন বাঁহাতি সাদমান ইসলাম এবং তরুণ মাহমুদুল জয়। দুজন মিলে নিরাপদেই কাটিয়ে দিয়েছিলেন ড্রিংকস ব্রেকের আগের সময়টা কিন্তু বিপত্তিটা বাধে ড্রিংকসের পর নেইল ওয়াগনার আক্রমনে আসলে।

ওভারের প্রথম বলটা লো ফুলটস দিয়েছিলেন ওয়াগনার। সেটাকে ফ্লিক করতে গিয়েই বিপদে পড়লেন সাদমান। ব্যাটের কানায় লেগে নিজের দিকে চলে আসা বল মুঠোবন্দি করতে ভুললেন না ওয়াগনার। ২২ রানে সাদমানের বিদায়ে ভাঙ্গে দু’জনের ৪৩ রানের জুটি।

সাদমানের বিদায়ে জয়ের সঙ্গে জুটি বাধেন নাজমুল হোসেন শান্ত। এরপর কিউই বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে ধীরেসুস্থে এগিয়ে যেতে থাকেন দু’জন। গড়ে ফেলেন অর্ধশত রানের জুটি।

তাতে দলীয় রানও পার করে ফেলে ১০০’র ঘর। এর মধ্যেই ৫১তম ওভারে রাচিন রবিন্দ্রকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন শান্ত। খানিকবাদে রবিন্দ্রের বলেই ১ রান নিয়ে নিজের খেলা দ্বিতীয় টেস্টেই প্রথম অর্ধশতকের দেখা পান জয়ও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৪১ রান। ফিফটি করার কিছুক্ষণ পরই ওয়াগনারের বলে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে ৬৪ রানে ফিরে যান শান্ত। তার ১০৯ বলের ইনিংসটিতে ছিলো ৭ চার ও ১ ছয়ের মার।

শান্ত চলে গেলেও জয়ের সাথে জুটি বেঁধে গড়ে দিয়ে গেছেন প্রতিরোধের ভীত। এখনো নিউজিল্যান্ডের থেকে ১৮৭ রানে পিছিয়ে আছে টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডকে প্রথম সেশনেই গুটিয়ে দিয়ে ব্যাটে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে প্রথম সেশনেই গুটিয়ে দিয়ে ব্যাটে বাংলাদেশ

বোলারদের পারফর্মেন্সে খুশি গিবসন

বোলারদের পারফর্মেন্সে খুশি গিবসন

অভিজ্ঞতায় ভরপুর বিপিএলের ঢাকা ফ্রাঞ্চাইজি

অভিজ্ঞতায় ভরপুর বিপিএলের ঢাকা ফ্রাঞ্চাইজি

অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারে রূপসা পাড়ের খুলনা টাইগার্স

অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারে রূপসা পাড়ের খুলনা টাইগার্স