পাঁচ মাস পর ওয়ানডে দলে ফিরলেন কাইরন পোলার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ০১ জানুয়ারি ২০২২
পাঁচ মাস পর ওয়ানডে দলে ফিরলেন কাইরন পোলার্ড

ফাইল ফটো

চলতি জানুয়ারিতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ সিরিজ দিয়ে ৫ মাস পর ওয়ানডে দলে ফিরলেন অধিনায়ক কাইরন পোলার্ড। সর্বশেষ ২০২১ সালের ২৬ জুলাই ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। সিরিজ দুটিতে যথারীতি দলের নেতৃত্বে থাকছেন পোলার্ড।

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে শুরু হওয়া সিরিজে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডকে অতিথেয়তা দিবে ক্যারিবিয়ানরা। প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকার সাবিনা পার্কে ৮ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে পর্দা উঠবে সিরিজের। এরপর একই ভেন্যুতে ১১ ও ১৪ জানুয়ারি সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

একদিন বিরতি দিয়ে ১৬ জানুয়ারি একই মাঠে একমাত্র টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডের লড়াই। আয়ারল্যান্ড চলে যাওয়ার পরপরই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে ৫টি টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। বার্বাডোজের কিংস্টোন ওভালে ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এ সিরিজ।

প্রথম ম্যাচের পরদিন একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। দুইদিন বিরতি দিয়ে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ৩য় এবং ২৯ ও ৩০ জানুয়ারি সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ওয়ানডে ক্রিকেটে এর আগে মোট ১৩ বার মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ১০ বারই জিতেছে ক্যারিবিয়ানরা। বিপরীতে মাত্র ১ জয় আইরিশদের। বাকি ২ ম্যাচের ১টিতে কোনো ফলাফল আসেনি, আরেকটি পরিত্যক্ত হয়েছে।

টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখির সংখ্যা ৭। তাতে উইন্ডিজরা জিতেছে ৩ বার, আর আইরিশরা ২ বার। এছাড়া বাকি ২ ম্যাচে কোন ফল আসেনি।

ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টিতে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ১১ বারের জয় পোলার্ডদের। বাকি ৮ ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), সাই হোপ (সহ-অধিনায়ক), শামরাহ ব্রুকস, রোস্টন চেজ , জাস্টিন গ্রেভস, জেসন হোল্ডার, আখেল হোসাইন, আলজারি জোসেফ, গুদাকেশ মতি, জেডেন সিলস, নিকোলাস পুরান, রোমারিও হসেফার্ড, ওডেন স্মিথ, ডেভেন থমাস।

টি-টোয়েন্টি দল
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, ডোমিনিক ড্রাকস, সাই হোপ, আখেল হোসেইন, জেসন হোল্ডার, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, হেইডেন ওয়ালস জুনিয়র।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টম অ্যাবেলের পরিবর্তে ব্রিসবেন হিটে ফখর জামান

টম অ্যাবেলের পরিবর্তে ব্রিসবেন হিটে ফখর জামান

দেশের প্রথম টেস্ট ব্যাটার হিসেবে রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক

দেশের প্রথম টেস্ট ব্যাটার হিসেবে রেকর্ডের দ্বারপ্রান্তে মুশফিক

নিউজিল্যান্ডে পেসারদের উপরই ভরসা করতে হবে : আশরাফুল

নিউজিল্যান্ডে পেসারদের উপরই ভরসা করতে হবে : আশরাফুল

সেঞ্চুরি হাঁকানো কনওয়ের লাগাম টানলেন মমিনুল

সেঞ্চুরি হাঁকানো কনওয়ের লাগাম টানলেন মমিনুল